জেলে কাগজ পাচ্ছে না! হুমকিও দিচ্ছে বন্দীরা

Spread the love

শর্মিষ্ঠার আইনজীবী মহম্মদ শামিমউদ্দিন বলেছেন, ‘আলিপুর মহিলা সংশোধনাগারে ওঁর ঠিকমতো স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে না। ওঁর শরীর ভালো নেই। ওঁর কিডনিতে পাথর আছে। সেইসঙ্গে ওঁকে সংবাদপত্র, ম্যাগাজিন দেওয়া হচ্ছে না। যাতে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়, সেজন্য আজ আদালতে আবেদন জানিয়েছি। ৪ জুন আলিপুর মহিলা সংশোধনাগারের সুপারকে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।’ 

সেইসঙ্গে সংবাদসংস্থা এএনআইয়ে শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেছেন, ওই যুবতী পুরোপুরি নির্দোষ। আগামী ১৩ জুনের আগেই যাতে জামিন পেয়ে যান, সেই চেষ্টা করা হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে একদিন বা দু’দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, ‘শর্মিষ্ঠাকে জামিনে মুক্ত করার জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছি।’

শুধু তাই নয়, শর্মিষ্ঠার আইনজীবী দাবি করেছেন, জেলের মধ্যে অন্যান্য বন্দীরা তাঁর মক্কেলকে একাধিকবার হুমকি দিয়েছে। আর সেই পরিস্থিতিতে নিজের সুরক্ষা এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ভুগছেন শর্মিষ্ঠা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শামিমউদ্দিন বলেছেন যে ‘ওঁকে যে হুমকি দেওয়া হয়েছে, তাতে অসুরক্ষিত পরিবেশ তৈরি হয়েছে। যা তাঁর মানসিক শান্তি এবং সুরক্ষায় প্রভাব ফেলছে।’

তারইমধ্যে শর্মিষ্ঠাকে গ্রেফতার করার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। পদ্মশিবিরের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ‘এটা সরকার চলছে না। এটা রাজনৈতিক প্রতিহিংসা। আইন মেনে এই কাজটা করা হয়নি। বরং এটা রাজ্যের মদতপুষ্ট দমন-পীড়নের ছবি।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লঙ্ঘন করা হয়েছে সংবিধানের ১৯ ধারাকে। 

যদিও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘প্রথমে ওঁকে বলা উচিত যে সোশ্যাল মিডিয়ায় যেন এরকম পোস্ট না করা হয়। যাতে প্ররোচনার বিষ থাক। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে মানুষের উপরে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশে যদি এরকম পোস্ট করা হয় বা পোস্ট করার অনুমতি থাকে, তাহলে কীভাবে চলবে?’তারইমধ্যে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের বিরোধিতা করার জন্য শর্মিষ্ঠাকে গ্রেফতার করা হয়েছে বলে যে কেউ-কেউ দাবি করছেন, তা পুরোপুরি ভুয়ো। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় মামলা রুজু করা হয়। তারপর একাধিকবার নোটিশ পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শর্মিষ্ঠার হদিশ পাওয়া যায়নি। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। সেটার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *