জ্যৈষ্ঠে সোমবতী অমাবস্যা ২০২৫র তিথি আজ কখন থেকে শুরু হচ্ছে? 

Spread the love

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালীপুজোর রীতি প্রচলিত বাংলা জুড়ে। চলতি বছরের জ্যৈষ্ঠ্য মাসের অমাবস্যা পড়েছে সোমবার। ফলত, যেহেতু সোমবার এই অমাবস্যা পড়েছে তাই এই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়। এই দিনে দেবী কালীকে বিশেষ ফল অর্পণ করে পুজো করা হয়। এই ফলহারিণী অমাবস্যা ২০২৫ সালে আজ ২৬ মে, পড়ছে। দেখা যাক, পঞ্জিকা অনুসারে দেখে নিন আজ এই অমাবস্যা তিথি কখন থেকে পড়ছে।

জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ ২৬ মে , ২০২৫ সালে পড়ছে। আজ সোমবার ১১ জ্যৈষ্ঠ দুপুর ১২ টা ১৩ মিনিট থেকে এই তিথি পড়বে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে তিথি শেষ হবে ১২ জ্যৈষ্ঠ। পঞ্জিকা মত বলছে, ২৭ মে, ১২ জ্যৈষ্ঠ সকাল ৮ টা ৩২ মিনিটে ছাড়বে তিথি। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অমবস্যা ২৬ মে ২০২৫ সালে ১১ জ্যৈষ্ঠ সোমবার ১১ টা ৭ মিনিটে তিথি শুরু হবে। অমাবস্যা তিথি অনুসারে ২৭ মে, ২০২৫ সালে পঞ্জিকামতে ১২ জ্যৈষ্ঠ, মঙ্গলবার সকাল ৮ টা ৪৪ মিনিটে তিথি শেষ হবে।

বট সাবিত্রী পুজো:-

জ্যৈষ্ঠ অমাবস্যায় বটবৃক্ষের পুজো করা হয়। এই দিনে পড়ছে বট সাবিত্রী পর্ব। বটবৃক্ষকে অক্ষয় পূণ্য ও অমরত্বের প্রতীক বলে মনে করা হয়। এই অমাবস্যায় বটবৃক্ষের পুজো খুবই পূণ্যের বলে মনে করা হয়। এই পুজোতে সংসারে সুখ শান্তি আসে বলে মনে করা হয়।

ফলহারিণী কালীপুজো:-

২৬ মে সোমবার পড়ছে ফলহারিণী কালীপুজো। এমন দিনে অশুভ ফল মা কলী হরণ করেন আর দেন শুভ ফল। এই বিশ্বাস থেকে এই অমবাস্যায় এই বিশেষ পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় বিশেষ কিছু উপায় পালন করে পুজো করা হয়। এমনদিনে মরশুমি ফল দিয়ে দেবীকে পুজো করা হয়। আম, জাম, লিচু, আঙুর, আপেল সব রকম মরসুমি ফল দিয়ে মালা তৈরি করে দেবীকে পরানোর রীতি প্রচলিত। এমন দিনে মনষ্কামনা পূরণে কোনও ফল দিয়ে দেবীর পুজোয় অঞ্জল দেওয়ার রীতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *