রাজ্যের শিল্পায়নের গতি বাড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রাম জেলার দুটি শিল্প সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবে অনুমোদন মিলেছে। শিল্প ও বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক স্থায়ী সমিতির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, ঝাড়গ্রামের সুকনিবাসা ও ঘাগরাশোল মৌজায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের অধীনে থাকা মোট ১৪৯.৬৪ একর জমি দুই সংস্থাকে ‘ফ্রি হোল্ড বেসিসে’ হস্তান্তর করা হবে। এই জমি পাচ্ছে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড দুই বৃহৎ শিল্প সংস্থা। রাজ্য সরকারের অনুমান, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ১৩ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে ঝাড়গ্রামে।
অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার জানান, রাজ্য সরকারের সমস্ত নিয়ম মেনেই জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ঝাড়গ্রামে বড় মাপের বিনিয়োগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত তারই পরিণতি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। দুটি সংস্থা জমি হাতে পেলেই শিল্প প্রকল্প শুরু করবে বলে আশা করা হচ্ছে। সরকারের ধারণা, এই পদক্ষেপের ফলে ঝাড়গ্রামের শিল্পভিত্তিক অর্থনৈতিক পরিকাঠামো আরও মজবুত হবে এবং পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম অঞ্চল নতুন করে বিনিয়োগের মানচিত্রে জায়গা করে নেবে। রাজ্যের শিল্পনীতি নিয়ে চলা বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সরকারের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে।
