টটেনহ্যামকে হারিয়ে কাপ জিততে মরিয়া ম্যান ইউ! কোথায় দেখবেন লাইভ সম্প্রচার?

Spread the love

আজ রাতে ভারতীয় সময় সাড়ে বারোটায় উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মাঠে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার্স। দুই দলই বহুদিন পর নিজেদের প্রথম ইউরোপ লিগ বা ইউরোপিয়ান খেতাব জিততে মরিয়া। চ্যাম্পিয়ন্স লিগে তাঁরা সেভাবে দাপট দেখাতে পারেন না বার্সা, রিয়ালের চাপে। তাই ইউরোপা লিগ জেতাও তাঁদের কাছে বড় প্রাপ্তি। 

আমোরিমের ইউনাইটেড ইপিএলে রয়েছে ১৬ নম্বরে, আর পোস্তেকুগলুর টটেনহ্যাম রয়েছে ইংলিশ প্রিমিয়র লিগে ১৭ নম্বরে। তাই দুই দলই চাইবে ইউরোপা লিগ জিতে নিজেদের ট্রফির করা কাটাতে এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে, যা তাঁদের আগামী মরশুমের আগে অনেকটাই অক্সিজেন দেবে। কারণ এবারের মরশুম তেমন ভালো যায়নি দুই দলের কাছে।

আন্দ্রে পোস্তেকুগলু বলেই দিয়েছেন, টটেনহ্যামে তাঁদের কোচের পদের স্থায়িত্ব কতদিন হবে, সেটা নির্ভর করবে এই ফাইনালেরই ওপর। আর ইউনাইটেড সাম্প্রতিক সময় টানা ব্যর্থতার কারণে আর্থিক সংকটে পড়েছে। অর্থাৎ বিজ্ঞাপনের দিক থেকেও তাঁরা ধাক্কা খেয়েছে। এই আবহে তাঁরাও ইপিএলের খারাপ সময় কাটানোর পর ঘুরে দাঁড়াতে ব্রুনো ফার্নান্দেজদের দিকেই তাকিয়ে।

২০০৮ সালের পর প্রথমবার কোনও ট্রফি জিততে মরিয়া রয়েছে টটেহ্যাম। আর এবারের ইউরোপা লিগ জিততে পারলে তাঁরা ১৯৮৪ সালের উয়েফা কাপের পর ফের কোনও ইউরোপিয়ান ট্রফি জিতবেন প্রায় ৪১ বছর পর। আর ম্যাঞ্চেস্টারের সাম্প্রতিক সাফল্য বলছে গতবছরের এফএ কাপ। ২০১৬-১৭ মরশুমে রেড ডেভিলসরা শেষবার ইউরোপা লিগ জিতেছিল। 

ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্যান মামেসে। খেলা শুরু আজ রাত সাড়ে বারোটায়। সোনি স্পোর্টস নেটওয়ার্কে ইউরোপা লিগের লাইভ টেলিক্যাস্ট দেখা যাবে। এছাড়াও সোনি লিভ-এর ওয়েবসাইটে ম্যাচের লাইভ স্ট্রিমিংও দেখা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *