টলিউডে ডেবিউ শাশ্বত কন্যা হিয়ার! সঙ্গ দেবেন ঋত্বিক

Spread the love

বাংলা সিনেমায় এখন প্রায়শই দেখা যায় নতুনত্বের ছোঁয়া। কখনও গল্পের দিকে, কখনও আবার নবাগতদের সুযোগ দিয়ে আলাদা কিছু করতে চাইছেন পরিচালক বা প্রযোজকরা। এবার তেমনই একটি পদক্ষেপ নিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। একই সঙ্গে দুই নবাগতকে বাংলা সিনেমায় ডেবিউ করাতে চলেছেন তিনি।

রাহুলের নতুন ছবিতে দেখতে পাওয়া যাবে একের পর এক নতুন চমক। এই ছবির হাত ধরেই প্রথম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত ঋত্বিক ভৌমিকও এই ছবির হাত ধরে করতে চলেছেন বাংলায় ডেবিউ। দেখা যাবে পারিয়া অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কেও।

ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমার নাম হতে চলেছে ‘মন মানে না’। যদিও ওই একই নামে আরও দুটি ছবি রয়েছে বাংলায়। কিন্তু এই ত্রিকোণ প্রেমের মধ্যে একটি তরতাজা ব্যাপার আছে বলে মনে করছেন পরিচালক। নতুন প্রজন্মের নায়ক নায়িকাদের নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলেই আশাবাদী তিনি।

রাহুলের ‘মন মানে না’ ছবির সব থেকে বড় আকর্ষণ হতে চলেছেন হিয়া। শাশ্বত দর্শকদের খুব প্রিয় একজন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই তাঁর মেয়েকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন দর্শকরা। হিয়াও এই সুযোগ পেয়ে ভীষণ খুশি। প্রথম প্রথম কিছুটা নার্ভাস লাগলেও তিনি ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন, তাই খুব স্বাভাবিকভাবেই এই সুযোগটি হাতছাড়া করেননি তিনি।

দাদু এবং বাবার পর হিয়া হতে চলেছেন বংশের তৃতীয় প্রজন্ম, যিনি টলিউডে অভিনয় করতে চলেছেন। বাবা-মার সমর্থন থাকলেও বাবা বাড়তি মেয়েকে কোনও সুযোগ দিতে নারাজ। তবে ছবি নিয়ে কথা বলার সময় বা স্ক্রিপ্ট রিডিং সেশনে মেয়ের সঙ্গে উপস্থিত ছিলেন মা।

ছবিতে রয়েছে আরও একটি চমক। এই ছবির মাধ্যমেই নিজের প্রযোজনা সংস্থা খুললেন রাহুল। অতীতের সমস্ত জটিলতা কাটিয়ে নতুনভাবে শুরু করলেন তিনি। তবে এখানেই শেষ নয়, চমকের আরও বাকি আছে। ছবিটির কোরিওগ্রাফি করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি মেখলা বসু।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপা বসু, জয়তী চক্রবর্তী, প্রীতি সরকার। প্রযোজনা করবেন আসিফ ইব্রাহিম মালিক, শ্রীজিত মুখোপাধ্যায়, অশোক পানিগ্রাহী এবং স্টুডিয়ো ব্লকিং পেপার। আগামী মে মাসের মাঝে মাঝে নাগাদ শুরু হয়ে যাবে ছবির কাজ। ছবির কিছু অংশ শ্যুটিং হবে পাহাড়ে। খুব সম্ভবত পরের বছরেই মুক্তি পেয়ে যাবে এই ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *