টানা টানা চোখ! রেট্রো লুকে শ্রীময়ী

Spread the love

মাথায় উঁচু করে বাঁধা খোঁপা, টানা টানা করে পড়া কাজল, পোলকা ডট শাড়িতে একেবারে রেট্রো লুকে নজরকাড়া শ্রীময়ী চট্টরাজ। কিন্তু হঠাৎ এমন বেশে সাজলেন কেন নায়িকা? তবে নতুন কোনও কাজের খবর দিতে চলেছেন তিনি?

আরে না না স্টার জলসায় নতুন চালু হওয়া মেগা ‘বুলেট সরোজিনী’তে দাপুটে চরিত্রে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে দেখছেন দর্শকরা। মেগায় তাঁর চরিত্রের নাম ‘রাগিনী চট্টোপাধ্যায়’। ‘রাগিনী’ পেশায় একজন সেতার শিল্পী। কিন্তু তার এই সঙ্গীত চর্চার আড়ালে লুকিয়ে এক বিরাট রহস্য, লুকিয়ে আছে সমাজের অন্ধকার জগতের হাতছানিও। তবে সে সবের পাশাপাশি এখন মেগায় ‘রাগিনী’র ছেলে ‘রণদীপ’-এর বিয়ের পর্ব চলছে। বিয়ের আগে হচ্ছে ব্যাচেলর পার্টি। আর সেই পার্টিতেই রেট্রো লুকে সেজে উঠেছেন পর্দার ‘রাগিনী’ শ্রীময়ী।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে রেট্রো লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। ছবিতে তাঁকে সাদা পোলকা ডটের কালো শাড়ি ও কালো ব্লাউজে দেখা গিয়েছে। বিনুনি ও খোঁপায় সাজিয়েছেন চুল। টানা টানা কাজল, কালো টিপ আর হালকা মেকআপে বেশ লাগছিল অভিনেত্রীকে। খোঁপায় সাদা ফুলও লাগিয়েছিলেন শ্রীময়ী। কানে ছোট দুল ও বালায় সেজে উঠেছিলেন। ছবিগুলি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘রেট্রো মুডে রাগিনী’। পাশাপাশি শ্রীময়ী ক্যাপশনেই লেখেন তাঁর পর্দার ছেলে ‘রণদীপ’ অর্থাৎ অভিষেক বীর শর্মা ও মেয়ে ‘ডানা’ নিশান্তিকা দাস তাঁকে ছবিগুলি তুলে দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শিবরাত্রির দিন অভিনেত্রী এই চরিত্রটির জন্য অফার পান। মেগার পরিচালক তথা প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার নিজেই তাঁকে ফোন করে এই চরিত্রটির কথা জানান। মেগার প্রোমোতে অভিনেত্রীর লুক দেখে অনেকেই ধারণা করেছিলেন যে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। কিন্তু সেখানেই শ্রীময়ীর আপত্তি ছিল। মেগা শুরু আগে তিনি জানিয়ে ছিলেন, লুক দেখে কেবল বিচার করলে চলবে না। কারণ একটা চরিত্রের নানা স্তর থাকে। কেউ সম্পূর্ণ খারাপ হয় না, তাঁর খারাপ হওয়ার পিছনেও একটা গল্প থাকে। তাঁর মধ্যেও অনেকগুলো ভালো দিক লুকিয়ে থাকে। ‘রাগিনী’ চরিত্রটা একেবারে সেই রকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *