টোকিওতে মাহাথির মোহাম্মদের সঙ্গে প্রধান ‍উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Spread the love

জাপানের টোকিওতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের অবকাশে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এই দুই নেতার সাক্ষাৎ হয়।

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই সাক্ষাতের কথা জানান ড. মাহাথির। ওই পোস্টে তিনি আরও জানান, বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস তাকে জানান যে, বর্তমানে তিনি বাংলাদেশের পুনর্গঠনে মনযোগী এবং সুশাসন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তার কাছে পরামর্শ চান।

ড. মাহাথির আরও জানান, ড. ইউনূস তাকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন। চারদিনের সরকারি সফরে বুধবার (২৮ মে) জাপানের রাজধানী টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তিনি ৩০তম ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন।

সম্মেলনে ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন ড. ইউনূস। বক্তব্যে গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। 

ড. ইউনূস বলেন, মানুষের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *