ট্রলির সঙ্গে ট্রেনের ধাক্কা! মৃত ১, আহত ৪

Spread the love

এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেলের ট্রলির ধাক্কা। বিহারের কাটিহারে এবার ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। ঘটনার জেরে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ৪ জন ঘটনায় আহত হয়েছেন। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিহারের কাটিহারের মাহারানি গ্রাম এলাকায় এদিন দুপুরে এই দুর্ঘটনা ঘটে যায়। এদিন দুপুর ২.২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে কাধাগোলা ও সীমাপুরের মাঝের অংশে। রেল ট্র্য়াকে আসছিল ডিব্রুগড়মুখী ‘অবধ অসম এক্সপ্রেস’। ট্রেনের নম্বর ১৫৯১০। ট্রেন আসছিল রাজস্থানের লালগড় থেকে। তখনই রেলের একটি ট্রলিকে পিছন থেকে ধাক্কা মারে ট্রেন। জানা গিয়েছে, সেই সময় রেলের ট্রলিম্যান রেল ট্র্যাকে কাজ করছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ওই ট্রলিম্যানের মৃত্যু হয়। মৃতের নাম প্রমোদ কুমার বলে জানা গিয়েছে। এদিকে, ঘটনার পরই আহত হয়েছেন ৪ জন। আহতদের সকলকে স্থানীয় কাটিহার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে আহতদের অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, পূর্ব রেলের বারাউনি-কাটিহার সেকশনে এই রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। সোনেপুর ডিভিশনের রেল ম্যানেজার বিবেক ভূষণ সুদ, ঘটনাতে অত্যন্ত দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, এই ঘটনার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়া হবে। প্রশ্ন থেকেই যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন আসার সময় ট্র্যাকে কীভাবে ট্রলি থাকতে পারে? ঘটনা ঘিরে ফের একবার রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। ইতিমধ্যেই মৃতের জন্য অন্ত্যেষ্টির উদ্যোগ রেলের তরফে নেওয়া হয়েছে। মৃতের পরিবারকে রেলের তরফে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। রেলের তরফে বলা হয়েছে,’আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাঁদের সব রকমের সহায়তা প্রদান করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *