ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

Spread the love

চলমান ফৌজদারি বিচার বাতিলের আহ্বান জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে ‘অভিন্ন শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সঙ্গে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমার প্রতি আপনার চলমান সমর্থন এবং ইসরাইল ও ইহুদি জনগণের প্রতি আপনার অসাধারণ সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।’

পোস্টে নেতানিয়াহু আরও বলেন, আমাদের অভিন্ন শত্রুদের পরাজিত করা, আমাদের জিম্মিদের মুক্ত করা এবং দ্রুত শান্তি ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ চালিয়ে যাব।

ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করছেন নিজের এমন একটি ছবির সাথে এই বার্তা পোস্ট করেছেন তিনি।

নেতানিয়াহুর এই মন্তব্যের কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর দেয়া তার প্রথম ভিডিও বার্তায় এই সংঘাতে ‘বিজয়’ দাবি করেছেন। তিনি আরও বলেন, ইসরাইলের ধ্বংস ঠেকাতেই যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েছিল।

ইরান ও ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর বুধবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট দেন ট্রাম্প। সেখানে নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা করে তিনি বলেন, আমেরিকাই ইসরাইলকে বাঁচিয়েছে। এবার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও রক্ষা করবে।

ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে বিচার অবিলম্বে বাতিল করা উচিৎ অথবা মহান এই বীরকে ক্ষমা করে দেয়া উচিত। কেননা ইসরাইল রাষ্ট্রের জন্য তিনি অনেক করেছেন।’ তিনি আরও জানান, তিনি জানতে পেরেছেন, আগামী সোমবারই নেতানিয়াহুকে আদালতে হাজিরা দিতে হবে।

ট্রাম্প আরও বলেন, ‘যে মানুষ এত কিছু দিয়েছে, তার জন্য এমন ডাউনি শিকার আমার কাছে অকল্পনীয় মনে হয়।’ ট্রাম্পের হঠাৎ এমন মন্তব্য থেকে অনেকেই মনে করছেন, তিনি তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাচ্ছেন, বিশেষ করে এমন সময়ে যখন নেতানিয়াহুর সরকার ইসরাইলের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *