ট্রাম্পের ক্ষমতা কমানোর ডেমোক্রেটদের প্রস্তাব সিনেটে নাকচ

Spread the love

ইরানের বিরুদ্ধে আরও সামরিক শক্তি প্রয়োগ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার জন্য ডেমোক্র্যাটদের একটি প্রস্তাব মার্কিন সিনেট প্রত্যাখ্যান করেছে। শুক্রবার (২৭ জুন) এটি নাকচ করে রিপাবলিকান-নেতৃত্বাধীন মার্কিন সিনেট।ট্রাম্প ইরানে আরও বোমা হামলার কথা বিবেচনা করছেন বলার কয়েক ঘন্টা পরে এটি বাতিল হয়।


এ প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে হলে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নেয়ার কথা বলা হয়। কিন্তু ৫৩-৪৭ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

প্রস্তাবের প্রধান উদ্যোক্তা সিনেটর টিম কেইন বছরের পর বছর ধরেই রিপাবলিকান বা ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার জন্য কাজ করছেন।

কেইন বলেন, ‘তার সর্বশেষ প্রচেষ্টা ছিল এই বিষয়টির উপর জোর দেয়া যে, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে নয়, কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা দেয় এবং ইরানের সাথে যেকোনো শত্রুতা, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের জন্য নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে করতে হবে।


এদিকে, শুক্রবারের শুরুতে, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির তীব্র সমালোচনা করেন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা প্রত্যাহার করেন এবং বলেন যে তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তবে তিনি আবার ইরানে বোমা হামলার কথা বিবেচনা করবেন।

এর আগে ইরান- ইসরাইল সংঘাত শুরু পর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *