তড়িঘড়ি আহমেদাবাদে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

Spread the love

শুক্রবার সকালেই আহমেদাবাদে পৌঁছেছেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন।বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১। তারপরেই বিমানটিতে আগুন লেগে যায়।ইতিমধ্যে গুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার কানন দেশাই নিশ্চিত করেছেন, বিমান দুর্ঘটনায় অন্তত ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর নির্দেশে আহমেদাবাদে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। আহমেদাবাদের আসারওয়া সিভিল হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করতে যান। এরপরে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, ‘বিমানটিতে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল অত্যধিক। ফলে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি।আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ অমিত শাহ জানান, ‘দুর্ঘটনাস্থল থেকে প্রায় সব মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য মৃতদের আত্মীয়দের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১,০০০-এর বেশি পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য ফরেনসিক ল্যাব একসঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে থাকা যাত্রীদের পরিবারগুলিকেও ইতিমধ্যেই জানানো হয়েছে, তাঁদের নমুনাও যত দ্রুত সম্ভব সংগ্রহ করা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘দুর্ঘটনার ১০ মিনিটের মধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়। মুখ্যমন্ত্রী, হোম ডিপার্টমেন্ট ও বেসামরিক বিমান পরিবহণ দফতরের কন্ট্রোল রুম সক্রিয় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদী নিজে ফোন করে আমাকে ঘটনার বিষয়ে কথা বলেন।’তবে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মাত্র একজন যাত্রী বেঁচে ফিরেছেন। তিনি ৩৮ বছর বয়সি ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাসকুমার।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি আহত রমেশের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাটি গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।

এআই ১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই মেঘানিনগরে লোকালয়ে বিমানটি ভেঙে পড়ে। তারপরেই বিমানটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে সওয়ার ২৩২ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়। তাছাড়া ৫৩ জন ব্রিটিশ, সাত জন পর্তুগিজ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। কানাডার এক নাগরিকও ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানটি মেঘানিনগরে একটি মেডিক্যাল কলেজের হস্টেল-ভবনে ভেঙে পড়েছে। সেখানে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *