‘তথাগতর জীবনে বহু নারী না এলেই অবাক হতাম…’

Spread the love

ফেব্রুয়ারিতে নিজের মনের মানুষের খোঁজ দিয়েছিলেন তথাগত মুখোপাধ্যায়। বর্তমানে আলোকবর্ষার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন তিনি। কিন্তু এর আগেও অভিনেতা-পরিচালকের জীবনে এসেছে একাধিক নারী। তাই তথাগত নতুন প্রেমিকার খবর প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছিল না না আলোচনা। সেই সব কিছু নিয়ে এবার মুখ খুললেন আলোকবর্ষা।

আলোকবর্ষার আগেও তথাগতর জীবনে এসেছে বহু নারী। তাই তাঁর সঙ্গে তথাগতর প্রেমের খবর প্রকাশ্যে আসতেই ফের শুরু হয় কাটাছেঁড়া। তবে সেই সব নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। বরং তাঁদের এই কয়েক মাসের প্রেমকে যত্ন রাখতে চান আলোকবর্ষা

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তথার এই চল্লিশ বছরের জীবনে বহু নারীর আনাগোনা হয়েছে। এটাই স্বাভাবিক। যদি তেমনটা না হত, তা হলে হয়তো অবাক হতাম। তবে অতীত ঘাঁটতে চাই না। তাই ওর জীবনের বিতর্ক কোনও দিনই আমায় ভাবায়নি।’

২০১২ সালে দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত। ২০২১ সালের শেষের দিকে ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। তবে তথাগতর সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি দেবলীনার। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গেও সাত পাক ঘুরেছিলেন।

দেবলীনার সঙ্গে তথাগতর বিচ্ছেদকে কেন্দ্র করে বারবার কারণ হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও তাঁরা বরাবরই বলে এসেছেন তাঁরা একে অপরের ভালো বন্ধু। তারপরই সেই সব গুঞ্জনকে নস্যাৎ করে নতুন প্রেমিকা খবর প্রকাশ্যে আনেন তথাগত।’রাস’ ছবির প্রি-প্রোডাকশনের কাজে পরিচালকের টিমে যোগ দেন আলোকবর্ষা বসু। কয়েকমাসের মধ্যেই নাকি পরিচালকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে।

আলোকবর্ষার বয়স এখন মাত্র ২৩ বছর। অন্যদিকে, তথাগতর বয়স উইকিপিডিয়া অনুসারে ৩৯ বছর। দু’জনের বয়সের ফারাক প্রায় ১৬ বছর। বয়সে ছোট এই নতুন প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে তথাগত কিন্তু বেশ সিরিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *