তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন অনুব্রত! তাই গ্রেফতারির প্রয়োজন নেই

Spread the love

বোলপুর থানার আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালাগালি করার ঘটনার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে এমনই জানাল বীরভূম জেলা পুলিশ। রিপোর্টে দাবি করা হয়েছে, অনুব্রতকে হেফাজতে নিয়ে জেরার করার প্রয়োজন এখনও হয়নি। তবে অভিযোগকারী আইসির ২টি ফোন বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, জাতীয় মহিলা কমিশনকে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে, অনুব্রত মণ্ডল তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন হয়নি। অভিযোগকারী ICর ২টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে সেই রিপোর্ট খতিয়ে দেখে অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করা হবে কি না তা বিবেচনা করা হবে।

এর আগে অনুব্রতর বিরুদ্ধে তদন্ত নিয়ে বীরভূম জেলা পুলিশের পাঠানো রিপোর্টে চরম অসন্তোষ প্রকাশ করেছিল NCW. এমনকী এই ঘটনায় আর কোন কোন ধারায় FIR হতে পারে সেব্যাপারে পুলিশকে পরামর্শ দেয় তারা। আইসিকে গালিগালাজ ও তাঁর মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর গত ৩০ মে অনুব্রত মণ্ডলকে থানায় তলব করে পুলিশ। ২৯ মে দায়ের হয় FIR. কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অবশেষে ৫ জুন হাজিরা দেন তিনি। গোপনে অচেনা গাড়িতে করে হাজির হন বোলপুর থানায়। সেখান থেকে মুচকি হাসতে হাসতে বেরোতে দেখা যায় তাঁকে।

অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন বলে উল্লেখ করে রিপোর্ট দেওয়ায় পুলিশের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, রাজ্যে পুলিশের কী দুরবস্থা তা অনুব্রত মণ্ডল ফাঁস করে দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে তিনি দুষ্কৃতীদের পাশেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *