তরতরিয়ে বাড়ল চিরদিনই তুমি যে আমার-চিরসখার নম্বর

Spread the love

ফের টপার জগদ্ধাত্রী। সম্প্রতিই ১০০০ পর্ব পার করল এই ধারাবাহিক। ধুমধাম করে হয় উদযাপনও। আর এতদিন পার করে এসেও, টিআরপিতে দুর্দান্ত ফল জগদ্ধাত্রী ও সয়ম্ভূর। যদিও জগদ্ধাত্রী একা নয়, বেঙ্গল টপার আরও একটি মেগা, সেটা হল পরশুরাম।

দ্বিতীয় স্থানে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ। আর তিন নম্বরে যৌথভাবে রয়েছে ফুলকি ও পরিণীতা। নম্বর বাড়ল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেরও। অপর্ণা আর আর্যর কেমিস্ট্রি সুপার ডুপার হিট। অসম বয়স নিয়ে ট্রোল করেছিল যারা, তাঁরাই বলা চলে গল্পের টানে মন্ত্রমুগ্ধ।

চার নম্বরে যৌথভাবে চিরসখা ও গৃহপ্রবেশ। এই প্রথম টিআরপি-র সেরা পাঁচে জায়গা হল স্বতন্ত্র-কমলিনীদের।

দেখে নিন টিআরপিতে সেরা ১০ তালিকা-

প্রথম: জগদ্ধাত্রী/ পরশুরাম আজকের নায়ক (৬.৬)

দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.২)

তৃতীয়: ফুলকি/ পরিণীতা (৫.৯)

চতুর্থ: গৃহপ্রবেশ/ চিরসখা (৫.২)

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার/ কথা (৪.৯)

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে/ অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৪.৭)

সপ্তম: গীতা এলএলবি (৩.৯)

অষ্টম: মিত্তির বাড়ি (৩.৬)

নবম: দুগ্গামণি ও বাঘমামা (45min)/ তুই আমার হিরো (২.৭)

দশম: তেঁতুলপাতা (২.২)

পাঁচে রয়েছে কথা ধারাবাহিকও। এবার যৌথভাবে ছয় নম্বরে কোন গোপনে মন ভেসেছের সঙ্গে জায়গা হয়েছে অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min)-এর। চিরদিনই তুমি যে আমারের কাছে ক্রমাগত স্লট হারিয়ে গীতা এলএলবি সাত নম্বরে। প্রাপ্ত নম্বর ৩.৯। একই হাল মিত্তির বাড়িরও। চিরসখার কাছে স্লট হারিয়ে আদৃত-পারিজাতের মেগা অষ্টম স্থানে। নয় নম্বরে ফের দুটি মেগা, জি বাংলার দুগ্গামণি ও বাঘমামা (45min) আর তুই আমার হিরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *