তরুণীকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত আরিয়ান খান

Spread the love

খড়দার তরুণীকে নির্যাতনের ঘটনায় অন্যতম আরিয়ান খানকে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে তাঁকে কলকাতার গল্ফ গ্রিন এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করে শ্বেতা খানের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গল্ফ গ্রিনের একটি হোটেলে হানা দেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সেখানে আরিয়ান খানকে ঘিরে ধরেন তাঁরা। এর পর তাঁকে গ্রেফতার করে বাখরাহাট তদন্তকেন্দ্রের পথে রওনা দেন। তরুণী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসার পরই গা ঢাকা দেয় আরিয়ান। এর পর ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে সে। যার ফলে তাঁকে ধরতে বেশ বেগ পেতে হচ্ছিল পুলিশ আধিকারিকদের।

ধৃতকে জেরা করে শ্বেতা খানের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। ফেরার হওয়ার পরও শ্বেতা খানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে এপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। একই সঙ্গে আর কত তরুণীর সঙ্গে তারা এই ধরণের নির্যাতন চালিয়েছে তাও জানার চেষ্টা চলছে। মঙ্গলবারই শ্বেতা খানের মাকে আটক করেছিল পুলিশ। তার পরই পাওয়া গেল আরিয়ানের খোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *