তারাপীঠে পুজো দিয়ে পুরনো পথে নতুন যাত্রা শুরু শতাব্দীর

Spread the love

এক সময় চুটিয়ে অভিনয় করেছেন বাংলা ছবিতে। প্রসেনজিৎ থেকে চিরঞ্জিত, সকলের সঙ্গেই অভিনয় করেছেন শতাব্দী রায়। আজ সিনেমা জগৎ থেকে দূরে একজন দাপুটে রাজনীতিবিদ হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। তবে অভিনয়ে যে তার প্রথম ভালোবাসা, তাই সেই ভালোবাসার টানে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শতাব্দী রায়। ছবির নাম ‘বাৎসরিক।

মৈনাক ভৌমিক পরিচালিত ‘বাৎসরিক’ সিনেমায় ঋতাভরী চক্রবর্তীর চক্রবর্তী সঙ্গে অভিনয় করবেন শতাব্দী। এই রোমাঞ্চকর ভৌতিক ছবিতে, বৌদি ননদের ভূমিকায় অভিনয় করবেন তাঁরা। আগামী ৬ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাৎসরিক, ছবি মুক্তির আগে তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে দেখা গেল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়কে।

ছবি মুক্তির ঠিক আগের দিন তারাপীঠে মায়ের কাজে পুজো দিয়ে আসন্ন ছবির সাফল্য কামনা করলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন পরিচালক মৈনাক ভৌমিক। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিনেমাটি আমার কাছে ভীষণ স্পেশাল। আবার ক্যামেরার সামনে ফিরে এসে ভীষণ ভালো লাগছে। সবার আগে আমি একজন অভিনেত্রী, সিনেমায় কাজ করা আমার কাছে একটা আবেগ।’

প্রসঙ্গত, গত শনিবার ‘বাৎসরিক’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে শতাব্দী এবং ঋতাভরীকে দুর্দান্ত অভিনয় করতে দেখা যায়। ছবিতে স্বপ্না নামক একটি চরিত্রে অভিনয় করছেন শতাব্দী, যিনি বৃষ্টি অর্থাৎ ননদের বাড়িতে থাকতে আসেন। কিন্তু কিছুদিন পরেই তিনি বুঝতে পারেন বাড়িতে একের পর এক অলৌকিক ঘটনা ঘটে চলেছে।

এই অলৌকিক ঘটনার পেছনে আদৌ কে রয়েছে, ভাইয়ের বাৎসরিক হয়নি বলেই কি এত সমস্যা? নাকি এর পেছনে অন্য কোন অপ্রাকৃতিক কার্যকলাপ রয়েছে। এই অলৌকিক শক্তির সঙ্গে কি লড়াই করতে পারবে স্বপ্না ও বৃষ্টি? জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র কয়েক ঘন্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *