তিনদিনের বাস ধর্মঘটে অনড় মালিকরা

Spread the love

বেসরকারি বাস ধর্মঘট। ২২-২৩ ও ২৪শে মে বেসরকারি বাস ধর্মঘট। পুলিশের জুলুম সহ নানা দাবির ভিত্তিতে এই বাস ধর্মঘটের ডাক। অর্থাৎ পরশু থেকে বাস ধর্মঘটের ডাক। গড়াবে না বাসের চাকা। একদিন-দুদিন নয়। একেবারে টানা তিনদিন বাস ধর্মঘট।

বাস মালিকদের একাংশের দাবি, একদিকে বাসের ভাড়া বাড়ছে না। অন্যদিকে পুলিশের অত্যাচার বাড়ছে। এর জেরে তিতিবিরক্ত বাস মালিকরা। আর তার জেরেই এবার বাস ধর্মঘটের ডাক।পরিবহণ দফতরে মঙ্গলবার প্রায় ঘণ্টা দেড়েক বাস মালিকদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাস মালিকদের তরফে প্রতিনিধিরা ছিলেন। কিন্তু সেখানেও কোনও রফাসূত্র মেলেনি। এরপরই বাস ধর্মঘটের সিদ্ধান্ত। পুলিশ কর্তারাও এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ ও হাওড়া পুলিশ কমিশনারেটের কর্তারা উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। বাস মালিকদের সংগঠনের পাশাপাশি পরিবহণ দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনদিনের বাস ধর্মঘট হবে। সেই বাস ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড়।

মিটিংয়েও বরফ গলল না। বাস মালিকদের একাংশের দাবি, পুলিশকর্তাদের আশ্বাসে তারা খুশি নন। তারা মুখ্য়মন্ত্রীর উপর আশাবাদী। তাঁদের দাবি, মুখ্য়মন্ত্রী এব্যাপারে হস্তক্ষেপ করুন। তবে আপাতত তাঁরা ৭২ ঘণ্টা বাস ধর্মঘটে অনড়। পিক্সাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *