তিনদিন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Spread the love

এবার পরপর তিনদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। চলতি মাসেই পরপর তিনদিন বন্ধ থাকবে এই সেতু। মূলত সংস্কারের কাজ করার জন্য এ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে। তবে দিনের পুরো সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে এমনটা নয়।

সূত্রের খবর, সংস্কারের কাজের জন্য আগামী ১৩, ১৪ ও ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সেতুতে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। সেই সময়ের জন্য গাড়ি চলাচল পুরো বন্ধ থাকবে। তবে সকাল সাড়ে সাতটার পর থেকে বিদ্যাসাগর সেতু দিয়ে ফের গাড়ি চলাচল স্বাভাবিকভাবেই হবে।

ওই তিনঘণ্টার জন্য ভারী যানবাহন নিবেদিতা সেতু হয়ে কলকাতায় আসবে। ছোট গাড়ি চলবে হাওড়া ব্রিজ দিয়ে। ৩৩ বছরে পা রেখেছে বিদ্যাসাগর সেতু। সেই সেতুর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরী। সেই সেতুই এবার বন্ধ থাকবে অন্তত তিনঘণ্টার জন্য । তিনদিন ধরে এই কাজ হবে। সেতু নির্মাণের সঙ্গে যুক্ত একাধিক অংশকে পরীক্ষা করে দেখা হবে। কোথাও কোনও সমস্যা রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হবে। এককথায় সেতুর স্বাস্থ্য় পরীক্ষা করা হবে। সেকারণেই এই উদ্যোগ।

তবে সেই সময় ঘুরপথে গাড়ি চালানো হবে।

যে সময় বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু সেই সময় বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোডের একাংশ, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোডে ১৩-১৪ ও ১৫ জুন সকালে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সেই সময় বিকল্প রাস্তায় গাড়ি চালানো হবে।

সেই সময় কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যে সব গাড়ি আসবে তা ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। রেড রোড হয়ে তা হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলি হেস্টিংস ক্রশিং দিয়ে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।

জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেই গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রশিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

জওহরলাল নেহেরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রশিংয়ের দিকে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *