‘তুমি আমায় তোমার বাবার দেওয়া উপহার দিতে চেয়েছিলে’

Spread the love

বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোমবারই ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। সকলেই চাইছিলেন বিরাট যেন ইংল্যান্ড সফরে যান, কারণ গোটা ভারতীয় ইউনিট রোহিতের অনুপস্থিতিতে অভিজ্ঞতার অভাবে ভুগবে। প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে জিতেছেন বিরাট অস্ট্রেলিয়ায় গিয়ে। এছাড়াও ভারতীয় অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি টেস্ট শতরান কোহলির, রয়েছে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ৫৮৬৪ টেস্ট রানও। 

এমনিতে ইংল্যান্ডকে গতবছর ভারতের মাটিতে ৪-১ ফলে হারালেও তাঁদের ডেরায় গিয়ে কিন্তু তাঁদের বিরুদ্ধে জেতা মুখের কথা নয়। আর শুভমন গিল, যশস্বী জসওয়াল, ঋষভ পন্তদের থেকে এই মূহূর্তে ইংল্যান্ডে সিরিজ জয় আশা করাও হয়ত অনেকটা বেশি চাওয়া হয়ে যাবে। বিরাট গেলে অন্তত ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জায়গায় থাকত, এমনিতেই অশ্বিন নেই। রোহিত, বিরাট একসঙ্গে তিন তারকার অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে বলেই মনে করছে অনেকে।

বিরাট কোহলির টেস্ট পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, ইংল্যান্ড তাঁর অভাব কতটা টের পাবে ভারতীয় দল। টেস্ট কেরিয়ার কোহলি শেষ করলেন ১২৩টি ম্যাচ খেলে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। সর্বোচ্চ ২৫৪ রান তিনি করেছেন এক ইনিংসে অপরাজিত হয়ে। ভারতীয়দের মধ্যে লালবলের ক্রিকেটে সর্বোচ্চ সাতটি দ্বিশতরানের নজিরও তারই। মনে রাখতে হবে, দেশের জার্সিতে ভারতকে ৬৮ টেস্টে ক্যাপ্টেন্সি করে ৪০ ম্যাচেই জিতেছিলেন বিরাট।এহেন কোহলির অবসরেই মন খারাপ সচিন তেন্ডুলকরের। তিনি বিরাটের টেস্টে অবসরের কথা উল্লখ করে লিখলেন, ‘তুমি এখন অবসর নিতে চলেছো, এই আবহেই আমার মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগের কথা, যখন আমিও অবসর নিচ্ছিলাম। তুমি আমায় তোমার প্রয়াত পিতার এক জিনিস দিতে চেয়েছিল। সেই উপহারটা গ্রহণ করা আমার কাছে খুবই ব্যক্তিগত বিষয় ছিল, কিন্তু তোমার সেদিনের ওই কাজটা আমার মন ছুঁয়ে গেছিল, আর আমি চিরকাল সেটা মনে রাখব। আজ হয়ত আমার কাছে তোমায় কিছু দেওয়ার নেই, কিন্তু তুমি এটা সব সময় জেনে রেখ যে আমার সমস্ত শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে, আর আমি মন থেকে তোমায় স্নেহ করি ’। 

এরপর মাস্টার ব্লাস্টার্স আরও বলেন, ‘তুমি ভারতীয় ক্রিকেটে কতটা অবদান রেখেছ সেটা বোঝা যায়, আজ এতো ক্রিকেটার যখন এই খেলাটা গ্রহণ করে। কি অসাধারণ এক টেস্ট ক্রিকেটার তোমার। তুমি ভারতীয় ক্রিকেটকে রানের থেকেও অনেক বেশি কিছু দিয়েছো, তুমি দেশকে এক আবেগপ্রবণ সমর্থকদের প্রজন্ম আর ক্রিকেটার এনে দিয়েছো। তোমায় অনেক শুভেচ্ছা, এমন এক অসাধারণ টেস্ট কেরিয়ারে ’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *