তুরস্ক কেঁপে উঠল ভূমিকম্পে! মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১

Spread the love

বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা ইএমএসসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩.৪৬ মিনিটের দিকে তুরস্কে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেদেশের কোনয়া থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে এই কম্পন অনুভূত হয়। এদিকে, রাত পোহালেই শুক্রবার আঙ্কারায় পা রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আগে এই কম্পন ঘটল বৃহস্পতিবার।

ইরানের রাষ্ট্র-সমর্থিত মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারা জুড়ে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার ভোরে গ্রিসের ফ্রাইয়ের কাছে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এই ঘটনা ঘটল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, স্থানীয় সময় রাত ১:৫১ মিনিটে ৭৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। কায়রো, মিশর, পাশাপাশি ইসরায়েল, লেবানন, তুরস্ক এবং জর্ডানেও কম্পন অনুভূত হয়েছিল।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটি ৭.৮ মাত্রার ছিল, এরপর ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর সাথে অসংখ্য শক্তিশালী আফটারশক অনুভূত হয় যার ফলে ভবন ধসে পড়ে। এই ভয়াবহ প্রভাবে তুরস্কে ৫৯,০০০ এবং সিরিয়ায় ৮,০০০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার সময় তুরস্ক, সিরিয়ার ত্রাণে ছুটে গিয়েছিল ভারতের টিম। সেই ভূমিকম্পের খবর পেতেই সেদিন সকালেই তা নিয়ে শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তুরস্ক, সিরিয়ায় ত্রাণ ও উদ্ধারে ভারত শুরু করেছিল ‘অপারেশন দোস্ত’। সেবার ভূমিকম্পের কেন্দ্রে ছিল গাজিয়ান্তেপ। যা তুরস্কে অবস্থিত। ২০২৩ সালের ৬ ফেব্রুয়াতিতে তুরস্কের সেই ভয়াবহ ভূমিকম্পের খবর পেতেই দিল্লিতে প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব পিকে মিশ্র সাউথ ব্লকে জরুরি বৈঠকে বসেন। তুরস্কে তৎক্ষণাৎ ত্রাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প নিয়ে সেবাক শোক প্রকাশ করেন বিদেশমন্ত্রী জয়শংকর। এরপর কেটে গিয়েছে বহু সময়। সদ্য পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’র সময় তুরস্ক ছিল পাকিস্তানের পাশে। যে ঘটনার পর থেকেই ভারত জুড়ে ‘বয়কট তুরস্কের’ ডাক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *