মিছিলের উদ্যোগী ছিল তৃণমূল। দেশের বীর জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে মিছিল। দেশপ্রেম প্রদর্শনের অন্য়তম পন্থা হল এই মিছিল। অপারেশন সিঁদুরের জেরে একের পর এক জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা দেখে গর্বিত গোটা দেশে। এবার বাংলায় তৃণমূলের পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে বীর জওয়ানদের শ্রদ্ধা জানানোর জন্য় মিছিলের আয়োজন করা হয়।
সেই মিছিলেই উঠল লাল সেলাম স্লোগান। হুগলির চুঁচুড়ার খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়েছিল। এরপর সেই মিছিল যায় ব্যান্ডেল মোড় পর্যন্ত। আর সেই মিছিল থেকে উঠল স্লোগান লাল সেলাম।
তৃণমূলের মিছিলে তো লাল সেলাম স্লোগান ওঠার কথা নয়। তবে কথা না থাকলেও সেই স্লোগানই ওঠে তৃণমূলের মিছিলে। সাধারণত দেখা যায় বামপন্থীদের মিছিলে এই ধরনের স্লোগান ওঠে। তবে এবার তৃণমূলের মিছিলেও উঠল লাল সেলাম স্লোগান।

তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, কয়েক হাজার মানুষ এই মিছিলে শামিল হয়েছিলেন। তবে সেখানে দলের কোনও পতাকা ছিল না। সেখানে কেবলমাত্র জাতীয় পতাকা ছিল। এদিকে সেই মিছিলে সাধারণ মানুষকেও ডাকা হয়েছিল। তাঁদের মধ্য়ে থাকা কোনও বাম সমর্থক এই লাল সেলাম স্লোগান তুলেছেন বলে মনে করা হচ্ছে।তবে তৃণমূলের মিছিলে এইরকম লাল সেলান স্লোগানকে ঘিরে স্বাভাবিকভাবেই কটাক্ষ করছে বিজেপি।