তৃণমূলের বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষ! আহত ৫

Spread the love

বন্যাত্রাণ বিলি নিয়ে তৃণমূলের বৈঠকে গোষ্ঠীসংঘর্ষ। সোমবার এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার দাবি, আক্রমণকারীরা তৃণমূলের কেউ নয়।

জানা গিয়েছে, সোমবার কাকদ্বীপে নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের বৈঠক ছিল। বৈঠক চলাকালীনই ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে য়ায়। অভিযোগ, স্থানীয় জেলা পরিষদের সদস্যার গোষ্ঠীর সদস্যদের ব্যাপক মারধর করে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাসের গোষ্ঠীর লোকেরা। রীতিমতো যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বলে মানতে নারাজ স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা। তাঁর দাবি, ‘মারধর যারা করেছে তারা কেউ তৃণমূলের লোক নয়। এরা অন্যান্য দল করত। এদের মধ্যে অধিকাংশ গত নির্বাচনে ISFএর হয়ে কাজ করেছে। কিছু RSP ও BJPও আছে। আমাদের দলের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই।’

ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *