‘তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে’

Spread the love

কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারের শেষবেলায় সব শক্তি ব্যবহার করে হিন্দু ভোট একজোট করার চেষ্টা করল বিজেপি। মঙ্গলবার প্রচারের শেষদিনে একসঙ্গে কালীগঞ্জে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থী আশিস ঘোষকে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন তাঁরা। আর সেখানেই সুকান্তবাবু বলেন, তৃণমূলের বোতাম টিপলে চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে।

এদিন সুকান্তবাবু বলেন, ‘কালীগঞ্জ উপনির্বাচনে (সরকারের সিদ্ধান্তে) আপনার অসহমতি নথিভুক্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় OBC সংরক্ষণের মাধ্যমে ৯৭টি মুসলিম গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন। মনে হচ্ছে OBS সংরক্ষণ নিয়ে গণ্ডগোল হচ্ছে। আসলে পুরোটাই হচ্ছে ধর্মের ভিত্তিতে। অর্থাৎ পিছনের দরজা দিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা। সামনে দিয়ে দিতে পারবে না, কারণ সংবিধান বিরোধী কাজ। তাই আটকে যাবে। তাই পিছনের দরজা দিয়ে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছে। ঠিক এই সংরক্ষণ ১৯৪৬ সালে জিন্নাহ দাবি করেন এবং দেশ ভাগ হয়। দেশকে ভাগ করার, হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত তাঁর দল করছে।’

তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ, আরজি কর কাণ্ড, মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা, তুলসিতলাকে উপড়ে ফেলা হিন্দুদের সামসেরগঞ্জ, ধুলিয়ানে খুন করার মতো পাপকে সমর্থন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস, হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে। তৃণমূলের বোতাম যখনই টিপবেন, তখনই চন্দন দাস ও হরগোবিন্দ দাসের রক্ত আপনার হাতে লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *