তৃণমূলে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Spread the love

বুধবার জগন্নাধ ধামের উদ্বোধনের দিন দিঘায় মমতা বন্দ্যোপায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের পর থেকে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি তৃণমূলে যোগদান করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। ওদিকে মমতার সঙ্গে দেখা করায় দলেরই একটা বড় অংশের কোপে পড়েছেন দিলীপবাবু। তবে তাতে থোড়াই কেয়ার RSSএর ঘরের ছেলের। জানিয়ে দিলেন, দলে যতই সমালোচনা হোক, তৃণমূলে যাবেন না তিনি। এমনকী একথা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন বলে মন্তব্য করেছেন দিলীপবাবু।

শুক্রবার সন্ধ্যায় টিভি নাইন বাংলার কার্যনির্বাহী সম্পাদক অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলীপবাবু বলেন, ‘তৃণমূলে কেন, মানুষ তেমন হলে ওপরে চলে যেতে পারে। তৃণমূল তো কোন ছার। আমার কর্মীরা বিশ্বাস করেন, যাঁরা দিলীপ ঘোষকে দেখে বিজেপি করতে এসেছেন, তাঁরা জানেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, দিলীপ ঘোষ কোনওদিনও তৃণমূলে যাবেন না। ’ তিনি বলেন, ‘তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড মেলে না।’

এমনকী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবেই বলে মন্তব্য করেন তিনি। দিলীপবাবু বলেন, এর আগে আমরা যখন ভোটে লড়েছি আমাদের এত অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতার অভাবে অনেক ভোটে হেরেছি। এখন অনেকটা অভিজ্ঞতা হয়েছে। এখন দলের তরফে কমিটি তৈরি করে দিলেই আমরা সবাই নিজেদের কাজে নেমে পড়ব। তখন আর কোনও বিবাদ থাকবে না। আমাকে দায়িত্ব দেওয়া হোক বা না হোক পার্টিকে আমি ক্ষমতায় দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *