জীবনে নানা ঘাত প্রতিঘাত থাকেই। কখনও মন খারাপ। আবার কখনও একটু ভালো লাগা। তার মাঝেই এবার ত্রিপুরায় গেলেন দিলীপ ঘোষ। একলা নয়। সস্ত্রীক। স্ত্রীর সঙ্গে কার্যত ব্যক্তিগত সময় কাটাতে ত্রিপুরায় গেলেন দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যেতে পারেন। তবে এই সফরটা পুরোপুরি ব্যক্তিগত। তবে দিলীপ ঘোষ যখন ত্রিপুরায় তখন দলের নেতা কর্মীরা দেখা করতে আসবেন না এটা কী হয়!কিছুদিন আগেই দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র মারা গিয়েছেন। কান্নায় ভেঙে পড়েছিলেন মা রিঙ্কু মজুমদার। রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন রিঙ্কু। সব কিছু মিলিয়ে বিধ্বস্ত অবস্থা ছিল ওই পরিবারের। সৃঞ্জয়ের মৃত্যুর পরে সোশ্য়াল মিডিয়ায় নানা চাপের মুখে পড়তে হয়েছিল রিঙ্কু মজুমদারকে। অনেকে আবার সৃঞ্জয়ের মৃত্যুর জন্য পুরোপুরি দাগিয়ে দেওয়া হয়েছিল রিঙ্কুকে।

আপাতত ত্রিপুরায় গিয়েছেন দিলীপ রিঙ্কু। দলের লোকজনের সঙ্গেও কথাবার্তা হচ্ছে। পুজো দেবেন মন্দিরে। একটু নিজের মতো করে দুটো দিন কাটানো। বিয়ের পরেই জীবনে এসেছে বড় ঝড়। একেবারে বিধ্বস্ত পরিবার। এবার ত্রিপুরায় দিন দুয়েক কাটাবেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার।