থাইল্যান্ডে রাজ-উত্তরাধিকার ঘিরে নয়া মোড়

Spread the love

থাইল্যান্ডের রাজা দশম রাম ত্যাজ্য পুত্র করেছিলেন ভাচারাসর্ন ভিভাচারাওংসে-কে। তাঁর ইনস্টাগ্রামেই এবার দেখা গেল বৌদ্ধ ভিক্ষুর সাজে তোলা ছবি। সম্প্রতি তাঁর অভিষেক সম্পন্ন হয়েছে বলে খবর। বেসক দিবসেই ৪৩ বছর বয়সী রাজপুত্রের অভিষেক হয়। বেসক দিবস বৌদ্ধদের কাছে একটি পবিত্র দিন। তাঁর এই অভিষেক নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তাঁর এই অভিষেকের পিছনে কি রাজ সমর্থন রয়েছে? থাইল্যান্ডের আগামী রাজা তাহলে কে হতে চলেছে?

থাইল্যান্ডের পরবর্তী রাজা নিয়ে জল্পনা

প্রসঙ্গত, থাইল্যান্ডের রাজা ত্যাজ্য পুত্র করার পর ভাচারাসর্ন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন মা ও ভাইদের সঙ্গে। কিন্তু ২০২৩ সালে তিনি ফিরে আসেন থাইল্যান্ডে। তার পর থেকেই তাঁকে নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছিল নিয়মিত। সম্প্রতি বৌদ্ধ ভিক্ষু হিসেবে তাঁর অভিষেকের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে দেখা গেল। এর জেরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে থাইল্যান্ডের রাজসিংহাসনে কে বসতে চলেছেন, তাই নিয়ে। ভাচারাসর্নের এই অভিষেককে থাইল্যান্ডে থান আউন বলে অভিহিত করা হয়। এই বিশেষ অভিষেকের কারণেই বেড়েছে জল্পনা।

কে এই ভাচারাসর্ন ভিভাচারাওংসে?

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন (দশম রাম) এবং তার প্রাক্তন স্ত্রী সুজারিনী ভিভাচারাওংসে-র (পূর্বনাম যুবধিদা পোলপ্রাসার্থ) দ্বিতীয় পুত্র হলেন ভাচারাসর্ন ভিভাচারাওংসে। প্রসঙ্গত, সুজারিনী প্রথম জীবনে অভিনেত্রী থাকলেও রাজপরিবারে সদস্যা হন পরবর্তীকালে। ১৯৮১ সালে জন্ম হয় ভাচারাসর্ন ভিভাচারাওংসে-র। কিশোর বয়সে মাত্র ১৫ বছরেই তাঁকে ত্যাজ্য করা হয়। ১৯৯৬ সালে থাই রাজপরিবার থেকে তিনি নির্বাসিত হন। তাঁর মা এবং তিন ভাইয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন।

কেন উত্তরাধিকার নিয়ে সমস্যা?

থাইল্যান্ডের উত্তরাধিকার আইনে একমাত্র পুত্ররাই উত্তরাধিকারী হিসেবে অগ্রাধিকার পান। রাজা রামা দশমের একমাত্র সরকারিভাবে স্বীকৃত পুত্র প্রিন্স ডিপাংকর্ন একটি শারীরিক অসুস্থতার শিকার। এই অসুস্থতার জেরে তাঁর বিকাশ ব্যাহত হয়েছে। যার ফলে তাঁর দেশশাসন করার ক্ষমতা বাধাপ্রাপ্ত হতে পারে। এই অবস্থায় ভাচারাসর্ন ভিভাচারাওংসেসহ অন্যান্য পুত্রদের বেশিরভাগেরই রাজকীয় উপাধি ১৯৯৬ সালে কেড়ে নেওয়া হয়েছিল।

বড়় মেয়েও হতে পারত উত্তরাধিকার

মোট চার স্ত্রীর থাইল্যান্ডের রাজা দশম রামের। যদি রাজা উত্তরাধিকার আইনে বদল আনতেন, তাহলে তাঁর বড়় মেয়ে সিংহাসনের দাবিদার হতে পারতেন। কিন্তু ২০২২ সাল থেকেই তিনি কোমাতে রয়েছেন। এই অবস্থায় ২০২৩ সালে ভাচারাসর্নের ফিরে আসা জল্পনা বাড়িয়েছে। রাজা হওয়ার আগে রাজপুত্রকে একটি মঠে কিছুদিন কাটাতে হয়। বর্তমানে সেই প্রক্রিয়াই শুরু হল বলে অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *