দক্ষিণেশ্বর থেকে দিঘা গেল স্কেটিং করে

Spread the love

মনের ইচ্ছা থাকলে কি না সম্ভব? দুর্ঘটনাপ্রবণ জায়গা তোয়াক্কা না করে নির্দ্বিধায় স্কেটিং করে চলে গেল কিছু অল্প বয়সী তরুণরা।কখন কতটা গতিবিধি ধরে রাখবে,কখন ব্রেক কষবে,কখন সামনে কোন গাড়ি চলে আসবে আকাশ কুসুম না ভেবে ভালোবাসার বশে পাড়ি দিল বহুদূর।
চার বন্ধু মিলে দক্ষিণেশ্বর থেকে দিঘা যায় স্কেটিং করে।অবিশ্বাস্য কাজটি করেছে বছর ১৭ এর অনির্বাণ বিশ্বাস সহ তার আরও তিন বন্ধু।১৩ ঘন্টা রাস্তা স্কেটিং করে ১৮৩ কিলোমিটার পথ অতিক্রম করেন চার তরুণ। নানা ভয়,ডর,বাধা বিঘ্ন অতিক্রম করে তারা পৌঁছায় দিঘায়।নদীয়ার বাদকুল্লার তরুণ অনির্বাণ বিশ্বাস, বাকি তিনজনও নদীয়ার তরুণ রাহুল গান্ধী,পিন্টু রায়,রাহুল বিশ্বাস। অনির্বাণ জানান,তিনি ১৫ বছর বয়স থেকে স্কেটিং করেন,ছোট থেকেই শখ ছিল স্কেট করার।আর সেই কারণেই নদীয়ার তরুণ প্রথম দিঘা পর্যন্ত যাত্রা করেন।

তার লক্ষ্য পরবর্তীকালে ভারতের নানা জায়গায় স্কেটিং করে যাওয়ার।নদীয়ার নাম ভারতের সামনে তুলে ধরাই ইচ্ছে তার।পরবর্তীকালে তারা নদীয়া থেকে স্কেটিং করে যাবেন অযোধ্যার রামমন্দির এবং সেখান থেকে যাবেন নেপালের পোখরাতে।এই ছোট বয়সে অনির্বাণদের এত বড় পদক্ষেপ যেন শুভ হয় এই কামনাই রইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *