অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন করা হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। একেবারে মেগা ইভেন্ট। এদিকে হাজার হাজার ভক্ত কার্যত অপেক্ষা করছিলেন কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা। আর সেই মতো জগন্নাথ মন্দিরের দরজা খুলতেই দলে দলে ভক্তরা ভিড় জমাচ্ছেন এই মন্দিরে।
এমনকী দিঘার জগন্নাথ মন্দির দেখার পরে পুরীর জগন্নাথ মন্দির দেখার স্বাদও মিলছে অনেকের। অনেকের মতে দুটি মন্দিরের আদল অনেকটা একই রকম।দলে দলে আসতে শুরু করেছেন ভক্তরা। সূত্রের খবর, সকাল ৬টার সময় এই মন্দিরের দরজা খুলবে। মন্দির বন্ধ হবে রাত ৯টা নাগাদ। এই সময়ের মধ্য়ে মন্দির দর্শন করা যাবে। জগন্নাথদেবের দর্শন করতে পারবেন ভক্তরা।

এই মন্দির চত্বরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভক্তদের সুরক্ষার উপর সবরকম ব্যবস্থা করা হয়েছে। তবে বিপুল ভিড় হতে পারে এটা আঁচ করেই মন্দির চত্বর বেশ প্রশস্ত করা হয়েছে। এর জেরে ভিড় বেশি হলেও ঠেলাঠেলি সেভাবে হচ্ছে না।হোটেল ব্যবসায়ীরা অনেকেই চাইছেন পর্যটকরা যেন দিঘাতে বেড়াতে এসে একটা দিন মন্দির দর্শনের জন্য় রাখেন। কিন্তু পর্যটকদের অনেকেই পরিকল্পনা নিচ্ছেন সকালে দিঘাতে এসে স্নান করে পুজো দিয়ে পরের দিন আবার মন্দির দর্শন করে বাড়ি ফেরা।