দাদাগিরি নিয়ে কেন অনীহা দেবদূতের?

Spread the love

ক্রিকেট দুনিয়ার পাশাপাশি সঞ্চালনাতেও বারবার ছক্কা হাকিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার বিখ্যাত অনুষ্ঠান ‘দাদাগিরি’-র মঞ্চে দাদার উপস্থিতি বারবার মুগ্ধ করেছে সকলকে। যে অনুষ্ঠানে যাওয়ার জন্য আকুল হয়ে থাকেন ভক্তরা, সেই অনুষ্ঠানকেই এবার বয়কট করার সিদ্ধান্ত নিলেন অভিনেতা দেবদূত ঘোষ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দাদাগিরির মঞ্চেও দাদা বারবার দেখিয়েছেন নিজের দক্ষতা। তবে বিগত বেশ কয়েক মাসে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা কিছুটা হলেও ইমেজ নষ্ট করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এর মাঝেই সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে সৌরভের উপস্থিতি যেন মেনে নিতে পারছেন না অনেকেই।

এই না মানতে পারার দলে রয়েছেন অন্যতম টেলি অভিনেতা দেবদূত ঘোষ। আনন্দবাজার ডট কম-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌরভের একই মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। শুধু তাই নয়, আগামী দিনে দাদাগিরি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বলেও জানিয়ে দেন অভিনেতা।

অভিনেতা বলেন, ‘দাদা কার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন সেটা সম্পূর্ণ ওঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরপরেও বলব কোথায় থামতে হয় সেটা জানতে হবে। সবকিছুর মধ্যে একটি সীমারেখা টানা দরকার। সৌরভের মতো আন্তর্জাতিক একজন ব্যক্তিত্বকে সকলের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া মানায় না।’দেবদূত বলেন, ‘সৌরভের আমি বিশাল বড় ভক্ত। এর আগে ‘দাদাগিরি’তে বহুবার অংশগ্রহণ করেছি আমি। তবে আগামী দিনে এই অনুষ্ঠানে ডাক পেলেও হয়তো অংশগ্রহণ করব না।’

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের সঙ্গে এক মঞ্চ ভাগ করে নেওয়া প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘আমি একজন পাবলিক ফিগার। অনেকের সঙ্গেই আমাকে মঞ্চ ভাগ করে নিতে হয়। এতে অসুবিধা কোথায়? মানুষ যদি নিজেদের রাজনৈতিক মতামত আমার ঘাড়ে চাপিয়ে দেন তাহলে আমার কিছু করার নেই। লোকে কে কি বলল তাতে সত্যি আমার কিছু এসে যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *