দার্জিলিংয়ে শুরু হচ্ছে সামার ফেস্টিভাল! কতদিন চলবে?

Spread the love

প্রচন্ড গরম সমতলে। তবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এসবের মধ্যেই একেবারে অন্য ছবি দার্জিলিং পাহাড়ে। এবারও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সামার ফেস্টিভালের আয়োজন করা হচ্ছে। ৮ জুন থেকে শুরু হচ্ছে এই উৎসব। আগামী ১৫ জুন পর্যন্ত এই উৎসব চলবে। ঘুম রেল স্টেশনও সেজে উঠছে এই উৎসবের অঙ্গ হিসাবে।

এই উৎসবের অঙ্গ হিসাবে আয়োজিত হচ্ছে ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভাল ধ্রুমা। আগামী ১৪ জুন কার্শিয়াংয়ের আরপি বয়েজ হাইস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।নানা ধরনের তথ্যচিত্র দেখানো হবে এই অনুষ্ঠানে। চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে থাকছে অঙ্কন প্রতিযোগিতা। কার্শিয়াংয়ে ডিএইচআর-এর সদর দফতর এলিসিয়া প্যালেসে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এখানে নানা ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

এই অনুষ্ঠানের মাধ্য়মে পর্যটকদের আকর্ষণ করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। পাহাড়ের সংস্কৃতি, কৃষ্টি, পাহাড়ের নিজস্ব খাদ্য বৈচিত্রকেও তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

নাচ, গান আবৃত্তি, ছবি আঁকা, চলচ্চিত্র সহ নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হবে এই উৎসবের অঙ্গ হিসাবে। কার্যত একেবারে উৎসবের মেজাজ শুরু হয়ে গেল দার্জিলিং পাহাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *