দিঘায় আটকে গেল রথের চাকা

Spread the love

দিঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বানানো জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথে প্রথমবারেই বিপত্তি। কিছুদূর এগোতেই আটকে গেল রথের চাকা। এমনই দাবি করে ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি লিখেছেন, ‘রথের চাকা আটকে গেলো, লক্ষণ কিন্তু ভালো নয় ।’

প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। তবু দিঘায় জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথযাত্রায় প্রথমবারেই বিপত্তি। রথ কিছুদূর এগোতেই আটকে গেল রথের চাকা। শুক্রবার এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘর্ষণ কমানোর জন্য রথের কাঠের চাকার ওপর যে লোহার পাত লাগানো থাকে খুলে গিয়েছে তার একটি। সেই লোহার পাতটি ঠিক করতে দেখা যাচ্ছে কয়েকজনকে। আর সেজন্যই আটকে পড়েছে রথ।

এই ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘ভগবান সর্ব শক্তিমান।

মহাকুম্ভ কে “মৃত্যু কুম্ভ”, সনাতন ধর্ম কে ‘গন্দা’ (নোংরা) ধর্ম বলা, ‘জয় শ্রী রাম’ কে ‘গালাগাল’ বলে উল্লেখ করা, সর্বশেষে তীর্থ ক্ষেত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্ম বিরুদ্ধ আচরণ করা, যেমন তেমন মিষ্টিকে প্রসাদ বলে চালানো, ধর্মীয় বিধি না মেনে (প্রসাদ) তৈরি করানো ইত্যাদি করলে ভগবানের রোষ হওয়াটাই স্বাভাবিক।

তাই রথের চাকা আটকে গেলো, লক্ষণ কিন্তু ভালো নয়’

বলে রাখি, সনাতন ধর্মে রথের চাকা ভেঙে বা আটকে যাওয়াকে অশুভ বলে বিশ্বাস করেন অনেকে। কোনও বড় বিপদের সংকেত বলে মনে করা হয় এই ঘটনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *