দিনহাটায় ধৃত ১৬ বাংলাদেশি

Spread the love

দিনহাটায় আবারও গ্রেফতার বাংলাদেশি। কিছুদিন আগেই সেখানে ২৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল। এবার আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। সোমবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা ফোলিমারি স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে নজরদারি বাড়ানোর পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে ।

সূত্রের খবর, এদিন কোচবিহারের দিনহাটায় গ্রেফতার হওয়া ১৬ জনের মধ্যে রয়েছে ৬ জন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়াও রয়েছে ৬ জন নাবালক-নাবালিকা। জানা যাচ্ছে, দিনহাটার ফোলিমার স্টেশন এলাকায় তাঁদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য জানতে পারে পুলিশ। এরপর তাদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ৫ থেকে ৬ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল।

ধৃতদের কাছ থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরে এখানে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল। সীমান্তে নজরদারি বাড়ায় তারা বিপদ বুঝে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু, তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যান। আজ মঙ্গলবার তাদের দিনহাটা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা বেড়েছে সীমান্তে। তারপরই অনুপ্রবেশকারী গ্রেফতারের সংখ্যা বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়ই বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। এর আগে বৃহস্পতিবার ২৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছিল দিনহাটায়। তারা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত। তবে দালাল মারফত এই সব বাংলাদেশি নাগরিকরা সীমান্ত পেরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। সম্প্রতি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে প্রায় সব রাজ্যেই অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের কারণে তাঁরা বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *