দিল্লিতে অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু

Spread the love

তমলুকের বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় অসুস্থ। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দিল্লিতে দেখে এলেন তাঁকে।

শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে বসে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। হাসিমুখে। পাশে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু লিখেছেন, আমি আজ তমলুকের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে দেখতে নিউ দিল্লির এইমসে গিয়েছিলাম। সেখানে আমি দেখা করেছি। আমি এটা শেয়ার করতে পেরে ভালো লাগছে যে এখন তিনি স্থিতিশীল রয়েছেন। আমি মা কালীর কাছে প্রার্থনা করি তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা।

কিছুদিন আগেও অত্যন্ত অসুস্থ ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি শুয়ে রয়েছেন এমন একটি ছবি এর আগে শেয়ার করেছিলেন শুভেন্দু। তখন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এরপর তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে কিছুটা হলেও স্থিতিশীল তিনি। শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন সে কথা।

প্রসঙ্গত গত ১৪ জুন আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা যায়, রাতে নিজের বাড়িতেই হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। এরই সঙ্গে বারংবার বমি হয় তাঁর। এর জেরে দ্রুত তাঁকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। পেটের সমস্যা ছাড়াও আরও কয়েকজন শারীরিক সমস্যা তাঁর রয়েছে বলে খবর।

এর আগে অভিজিৎ গাঙ্গুলিকে দেখে আসার পরে শুভেন্দু লিখেছিলেন, আমি তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি যাতে সুস্থ হয়ে যান সেই কামনা করছি। আমি নিশ্চিত তিনি এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন।তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ছিলেন কলকাতায়। বর্তমানে তিনি দিল্লিতে। তাঁকে দেখতে গিয়েছিলেন শুভেন্দু। আর অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের শারীরিক পরিস্থিতি যে স্থিতিশীল সেটাই শেয়ার করেছেন শুভেন্দু। রাজ্যবাসী অনেকেই এনিয়ে উদ্বেগে ছিলেন। অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *