যুদ্ধ লাগলে কী করতে হবে, কী ধরনের প্রস্তুতি নিতে হবে সাধারণ মানুষকে? তারই মহড়া চলছে ভারত জুড়ে। মক ড্রিল। দেশের বিভিন্ন প্রান্তে চলছে এই মহড়া। আর তারই অঙ্গ হিসবে দেশের বিভিন্ন প্রান্তে করা হল ব্ল্যাক আউট।
দিল্লিতে এনডিএমসি এরিয়ায় রাত ৮টা থেকে শুরু হল ব্ল্য়াক আউটের মহড়া। ইন্ডিয়া গেট, কনট প্লেস, লুটিয়েন্স দিল্লি এলাকায় এই ব্ল্যাক আউট করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যে জায়গাগুলি রয়েছে তার মধ্য়ে অন্যতম হল সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সচিবালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রইল এই ব্ল্যাক আউট।সাড়ে ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত ত্রিপুরায় ব্ল্য়াক আউট। এমনকী সাইরেনও বাজানো হয়েছে। অমৃতসরে রাত সাড়ে ১০টা নাগাদ এই মক ড্রিল করা হবে। তারই অঙ্গ হিসাবে করা হবে ব্ল্যাক আউট। তখনও সাইরেন বাজানো হবে। সেই সময় ব্ল্যাক আউট করা হবে। সেই সময় আলো বন্ধ করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্য়েই আলো জ্বালিয়ে দেওয়া হবে।

গুজরাটের সুরাটেও হয়েছে ব্ল্য়াক আউটের মহড়া। উত্তরপ্রদেশের লখনউতে রিজার্ভ পুলিশ লাইনে মক ড্রিল ও ব্ল্যাক আউট করা হচ্ছে। গুরুগ্রামে, হরিয়ানায় ব্ল্যাক আউট। সিমলাতেও হয়েছে ব্ল্যাক আউট। বেরেলিতেও হয়েছে ব্ল্যাক আউট। বিশাখাপত্তনমেও ব্ল্যাকআউট।