দিল্লির রঞ্জি দলের কোচের মন্তব্যে শুরু জল্পনা

Spread the love

ভারতীয় ক্রিকেট দলের হয়ে আর টেস্টে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে(Virat Kohli)। সোমবারই তিনি জানিয়ে দিয়েছেন, এই ফরম্যাটকে তিনি গুডবাই জানাচ্ছেন। কোহলির এই সিদ্ধান্তের ফলে কার্যত অথৈ জলে পড়ে গেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যতই তাঁরা মুখে সেটা না বলুক, কিন্তু ইংল্যান্ড সিরিজে গিল, রাহুল, পন্ত বা যশস্বীর ওপর ভরসা করে যে ইতিহাস ঘটিয়ে সিরিজ জয় আশা করা যাবে না, সেটা জানা কথা। বরং গম্ভীরের টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সিরিজে প্রধান টার্গেট হতে পারে ভালো ফল করা, সেটি সিরিজ ড্র করেও। বিরাট কোহলি থাকলে দলকে উজ্জিবীত করার একজন লোক থাকত, যতই রাহুল-জাদেজারা সিনিয়র ক্রিকেটার হোক, তাঁরা কেউ কোহলির মতো নেতা নন, সেটাও মনে রাখতে হবে।

বিরাটের টেস্ট অবসরের সিদ্ধান্তে অবাক দিল্লির কোচ
এই আবহেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন দিল্লি রঞ্জি ক্রিকেট দলের কোচ সরণদীপ সিং। যিনি কয়েক মাস আগেই বিরাট যখন রঞ্জিতে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলতে গেছিলেন দিল্লির হয়ে, তখন বিরাটের সঙ্গে তাঁর কেরিয়ারের পরবর্তী ধাপ নিয়ে অনেক কথা বলেছিলেন। বিরাটের এদিনের অবসরের সিদ্ধান্ত তিনি মেনে নিতেই পারছেন না।

রেলওয়েজের বিরুদ্ধে খেলতে এসেছিলেন কোহলি
রেলওয়েজের বিরুদ্ধে ১৫ বলে ৬ রান করে বিরাট কোহলি আউট হয়ে গেছিলেন, তবে সেই ম্যাচ দেখতে ভরে উঠেছিল দিল্লির স্টেডিয়াম। যারা সেদিন কোহলির ম্যাচ দেখতে গেছিলেন,তারা হয়ত জানতেনও না যে এটাই বিরাট কোহলির লাল বলের ক্রিকেটে শেষ ম্যাচ হতে চলেছে। এবার সেই ম্যাচের সময়ই বিরাটের সঙ্গে দিল্লির কোচের ঠিক কি কথা হয়েছিল,সেটাই জানালেন সরণদীপ সিং।

বিরাট বলেছিল, ইংল্যান্ড শতরান করতে চায়
স্টারস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এদিন সরণদীপ সিং বলেন, ‘আমি কয়েক সপ্তাহ আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেছিলাম, যখন ও রঞ্জি খেলতে এসেছিল। আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কাউন্টি ক্রিকেট খেলবে কিনা, ইংল্যান্ড সিরিজের আগে। তখন ও বলেছিল, আমি ২টো ইন্ডিয়া এ দলের হয়ে ম্যাচ খেলব ইংল্যান্ডে। আমি ইংল্যান্ড সিরিজে গিয়ে ৪-৫টা সেঞ্চুরি করতে চাই, যেমন ২০১৮ সালে করেছিলাম ’।

বিরাটের অবসর নেওয়ার কথা ছিল না
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারেও সরণদীপ সিং বলেন, ‘বিরাট কোহলির এভাবে টেস্ট থেকে অবসর নেওয়া সবাইকেই হতবাক করে দিয়েছে। আমরা ভাবতেও পারিনি যে ও এভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে। আর ও মাত্র ৭০০-৮০০ রান দূরে রয়েছে ১০ হাজার রানের মাইলস্টোনের থেকে। আমাদের বুঝতে হবে, যে কি এমন হল যে বিরাটকে এত তাড়াতাড়ি অবসর নিয়ে নিতে হল? কারণ এর আগে এমন ইঙ্গিত তো পাওয়া যায়নি। বিরাট কোহলি অনেক বড় মাপের ক্রিকেটার, সেই মতো ভালো শেষ বোধহয় কোহলি করতে পারলেন না। বিরাটের কিন্তু অবসর নেওয়ার ইচ্ছা ছিল না তখনও। ও আমায় বলেছিল, যে ইংল্যান্ড সিরিজে এবার ও আগের থেকেও বেশি তৈরি হয়ে যাবে ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *