দিল্লির হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী

Spread the love

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে রবিবার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের সমস্যার কারণে তাকে গ্যাস্ট্রো বিভাগে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর মিলেছে।এর আগে জুন মাসে শিমলা পরিদর্শনের সময় অস্থিরতা বোধ করায় সোনিয়াকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চেকআপ শেষে তিনি বাড়ি চলে যান।

আইজিএমসি-র ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ আমন চৌহান জানিয়েছিলেন, রুটিন চেকআপের জন্য সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। রুটিন চেকআপের জন্য সোনিয়া গান্ধীকে হাসপাতালে আনা হয়েছিল। তার রক্তচাপ কিছুটা বেশি ছিল, তিনি এখন স্থিতিশীল আছেন।

এবার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধীকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাসট্রো ডিপার্টমেন্টে তাঁকে ভর্তি করা হয়েছে। পেটের সমস্যা সংক্রান্ত বিষয়ে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর হাসপাতালে ভর্তি সংক্রান্ত যে আপডেট তাতে এব্যাপারে জানা গিয়েছে। চিকিৎসকরা তাঁকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *