দীঘায় অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দিরের। বিগত কয়েকবছর ধরেই এই মন্দির নিয়ে পর্যটকদের উৎসাহ-উন্মাদনা ছিল তুঙ্গে। বরাবরের মতো, বুধবারের অনুষ্ঠানেও ভিড় করল তারকারা। বহু বছর ধরে, ঘাসফুল দল আর বাংলা সিনেমা-সিরিয়ালের তারকারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। জগন্নাথ মন্দিরের শুরুর দিনকেই বা অন্যথা হয় কী করে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সর্বক্ষণই দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, নচিকেতা চক্রবর্তীকে। এমনকী, এদিন পারফর্মও করেন নচিকেতা। ‘এ কী লাবণ্য়ে পূর্ণ প্রাণ’, ‘তোমার কাছে এ বর মাগি’-র মতো গান গাইতে শোনা যায় তাঁকে।এদিন গান গাইলেন অদিতি মুন্সি, জিৎ গঙ্গোপাধ্যায়রা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। জিত-শ্রীরাধার গলায় শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা লেখা ওসুর করা গান। এছাড়াও উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা।

সায়ন্তিকা একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, নায়িকা থেকে নেত্রী হওয়া তৃণমূলের কন্যারা একেবারে সেজেগুজে পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। শাড়ি, চোখে সানগ্লাস, রকমারি গয়নায় তাক লাগিয়েছেন প্রত্যেকেই।সায়ন্তিকার শেয়ার করা একটি ছবিতে বাসের মধ্যে পাশাপাশি বসে থাকতে দেখা গেল জুন মালিয়া, অরিন্দম শীল, সায়ন্তিকা ও রচনকে। আর এই ছবি নিয়েই ট্রোলের বন্যা। যে পরিচালকের বিরুদ্ধে ‘শ্লীলতাহানির অভিযোগ’ তুলেছেন একাধিক নায়িকা, তিনি কী করে ডাক পেলেন, উঠছে প্রশ্ন।
অরিন্দমকে দেখে ট্রোলের বন্যা সায়ন্তিকার এই পোস্টে। ‘সব পুণ্যার্থীরা একসঙ্গে.. সঙ্গে সবচেয়ে বড় পুণ্যার্থী অরিন্দম শীল…’, লেখা হয় একটি কমেন্টে। আরেকটিতে লেখা হয়, ‘অরিন্দমও আছে। সাধে কি আরজি কর নিয়ে নোংরা মন্তব্য করেছিল!’
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গান গাইলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীও। বরাবরই জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত ইমন, বছরে একাধিকবার ছুটে যান পুরীতে। এদিন একাধিক ভক্তিগীত গাইতে শোনা গেল ইমনকে।
এদিন নিজের নাচের দলের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও।