সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট ছবিটি থেকে দীপিকা পাড়ুকোনের(Deepika Padukone) বেরিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়, বিশেষ করে ৮ ঘন্টার শিফটের বিষয়টি নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। দীপিকার হয়ে কথা বলতে শোনা যায় অজয় দেবগন, পঙ্কজ ত্রিপাঠি, রাধিকা আপ্তেকে। তবে দীপিকার হয়ে কথা বলতে গিয়েও সমালোচনার সম্মুখীন হতে হলেও ‘হাউসফুল ৫’ পরিচালক তরুণ মনসুখানিকে।
দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে বেরিয়ে আসার অন্যতম প্রধান কারণ হলো, তিনি ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে নারাজ। বাড়িতে ছোট্ট মেয়ের দেখাশোনা করার জন্য তিনি তাড়াতাড়ি বাড়ি ফেরার দাবি জানিয়েছিলেন। শুধুমাত্র সারাদিনে ৮ ঘন্টার কাজের দাবী জানিয়েছিলেন বলে পরিচালকের সঙ্গে মনোমালিন্য হয়েছিল অভিনেত্রীর।
তবে দীপিকার হয়ে কথা বলতে গিয়েও তরুণ মনসুখানিকে উপহাসের শিকার হতে হয়েছিল কারণ ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তরুণ বলেন, ‘দীপিকাকে পূর্ণ সমর্থন করি আমি। আমার বাড়িতেও কুকুর রয়েছে। আমিও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কুকুরের সঙ্গে সময় কাটাতে চাই। ৮ ঘন্টার কাজকে আমি পূর্ণ সমর্থন করি।’

নিজের বাড়ির কুকুরের সঙ্গে একটি সদ্যোজাত শিশুর তুলনা করায় তরুণের উপর কিছুটা ক্ষেপে যান নেটিজেনরা। তরুণকে ভৎসনা করে একজন লিখেছেন, ‘আপনি কি আপনার কুকুরের সঙ্গে দীপিকার নবজাতিকার তুলনা করছেন?’ কেউ কেউ আবার লিখেছেন, ‘আপনি কিভাবে কুকুরের সঙ্গে মানুষের তুলনা করছেন? এটা থেকেই স্পষ্ট আপনি কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য বোঝেন না।’
প্রসঙ্গত, তরুণ পরিচালিত ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই দুর্দান্ত ব্যবসার শুরু করেছে। বহুদিন পর আবার একটি কমেডি ছবি উপভোগ করার সুযোগ পেয়েছেন দর্শকরা। অন্যদিকে জানা গিয়েছে, অ্যাটলি পরিচালিত একটি ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন।