দুই ছেলে নিজের মতন খেলছিল।মা তাদের খেলা সহ্য করতে পারছিলেন না,হঠাৎই দুই ছেলের মাথায় নোড়া দিয়ে আঘাত করল মা। একজনের বয়স আট বছর। আরেকজনের বয়স চার।
জানা যায়,নিজের দুই সন্তানকে মশলা ভাঙার নোড়া দিয়ে আঘাত করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।হাসপাতালে মৃত্যু হল এক শিশুর।আশঙ্কাজনক অবস্থায় অন্যজনের। ঘটনাটি ঘটেছে করিমপুর থানার আনন্দপল্লী মধ্যপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা সূর্য মজুমদার ও রিঙ্কি মজুমদারের দুই সন্তান। বুধবার দুপুরে রিঙ্কি মজুমদার তার দুই সন্তানকে মশলা ভাঙার নোড়া দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ওই সময় বাড়িতে ছিলেন না বাবা সূর্যবাবু।

এরপর প্রতিবেশীদের সঙ্গে দুই শিশুকে হাসপাতালে নিয়ে যান তিনি। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় চার বছর বয়সী পিয়ম মজুমদার ওরফে জোজোর মৃত্যু হয়। আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তোজো মজুমদার।