দুই মহিলা সেনা অফিসারকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা কংগ্রেস সাংসদের

Spread the love

‘অপারেশন সিঁদুর স্ট্রাইকের পর দুই মহিলা সেনা অফিসারকে নিয়ে বিদেশ সচিবের প্রেস কন্ফারেন্স পাকিস্তান-সহ গোটা বিশ্বকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে।’ এমনটাই দাবি করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। মধ্যরাতে ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত।সেনাবাহিনীর অভিযান প্রসঙ্গে বুধবার সকালে দিল্লিতে প্রেস ব্রিফ করে ৩ সদস্যের এক টিম। প্রেস ব্রিফে অংশ নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি, বায়ুসেনা উইং কমান্ডার ব্যোমিকা সিং(Vyomika Singh)।

অপারেশন সিঁদুর’ স্ট্রাইকের পর কংগ্রেস সাংসদের প্রক্রিয়া

পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর নয়াদিল্লি থেকে এই তিন ব্যক্তিত্বের ‘অপারেশন সিঁদুরের’ প্রেস কন্ফারেন্স বিশেষ ইঙ্গিতবহ বলে মনে করছেন শশী থারুর। এনডিটিভি-কে তিনি বলেন, ‘আমি অবশ্যই বলব যে পাকিস্তান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে। উদাহরণস্বরূপ, বুধবার সকালে পিসি করেছিলেন বিদেশ সচিব (বিক্রম মিশ্রি), যিনি একজন কাশ্মীরি পণ্ডিত। তাঁর পাশে ছিলেন দুই মহিলা অফিসার। যাদের মধ্যে একজন মুসলিম ছিলেন। এখানে দেখানো হয়েছে যে এটি কোনও হিন্দু-মুসলিম সমস্যা নয়, যেমনটা পাকিস্তানি করার চেষ্টা করছে।’ কংগ্রেস সাংসদ আরও বলেন, এই প্রেস ব্রিফিংটি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে কড়া বার্তাও। তাঁর কথায়, ‘জেনারেল আসিম মুনির হিন্দু ও মুসলিমদের একসঙ্গে বসবাসের অসম্ভবতা সম্পর্কে কথা বলেছেন। আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কেবল ঐক্যবদ্ধ নই, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা পাকিস্তানিদের দুষ্ট চক্রান্তের বিরুদ্ধে। আমরা নিজেদের মধ্যে বিভক্ত নই। কী চমৎকার বার্তা পাঠানো। আমি এতে গর্বিত।’

এদিকে চিন প্রসঙ্গে থারুরের পর্যবেক্ষণ, পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র বেজিং প্রত্যাশার তুলনায় অনেকটাই সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি বলেন, ‘চিন কেবল বলেছে, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, এবং তারা চায় না দুই দেশের মধ্যে সংঘর্ষ বাঁধুক। সরাসরি পাকিস্তানের পক্ষে জোরালো সমর্থন দেয়নি।’ পাশাপাশি ভারতের যে আত্মরক্ষার প্রয়োজনে এমন হামলা চালানো যুক্তিযুক্ত, তা অন্তত তিনটি দেশ ইতিমধ্যেই মেনে নিয়েছেন বলে দাবিও করেছেন তিনি। সেই তিনটি দেশ হল ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল।একই সঙ্গে শশী থারুর হুঁশিয়ারি দিয়েছেন, ‘যদি পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির পথে হাঁটে এবং ভারত পাল্টা প্রতিক্রিয়া দেয়, তখন আসল প্রশ্ন হবে কোন দেশ বেশিক্ষণ সংঘাত টিকিয়ে রাখতে পারবে? আমার দৃঢ় বিশ্বাস, সেই প্রশ্নের উত্তর পাকিস্তান নয়। তারা আগেই ক্লান্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *