দুই ‘হাইব্রিড’ জঙ্গির আত্মসমর্পণ

Spread the love

জম্মু ও কাশ্মরে সশস্ত্র বাহিনীর জালে দুই জঙ্গি। জানা গিয়েছে, বাহিনীর এক অপারেশনের জেরে এরা আত্মসমর্পণের। এই দুই জঙ্গিকে ‘হাইব্রিড’ লস্কর জঙ্গি বলা হচ্ছে। এই সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল মাত্রায় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর।

কাশ্মীরের বাসকুচান এলাকায় এই দুই জঙ্গি বাহিনীর সামনে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ২ টি একে ৫৬ রাইফেল উদ্ধার হয়েছে। সঙ্গে ৪ টি ম্যাগাজিন, ১০২ রাউন্ড গুলি, ২ টি হ্যান্ড গ্রেনেড ও দুটি পাউচ উদ্ধার হয়েছে। কাশ্মীরের শোপিয়ান পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘিরে এফআইআর দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই এই ২ জঙ্গিকে ঘিরে অভিযান শুরু করে বাহিনী। তারপরই যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পথে হাঁটে দুই জঙ্গি।

কে এই দুই জঙ্গি?

জানা গিয়েছে, এই দুই ধৃত জঙ্গির মধ্যে একজনের নাম উজেইর সলমন ও অপরজনের নাম ইরফান বশির।পুলিশের তরফে জানানো হয়েছে, এই অপারেশন হল বড়সড় একটি সাফল্যের অংশ। প্রশ্ন উঠছে এই হাইব্রিড জঙ্গি কারা? জানা যাচ্ছে, এই হাইব্রিড জঙ্গিরা উগ্রপন্থী হিসাবে লিস্টে শামিল হয় না, তবে এদের উগ্রপন্থার এমন ট্রেনিং দেওয়া থাকে, যার দ্বারা তারা কোনও জঙ্গি হামলা চালাতে পারে। আর সেই জঙ্গি হামালা চালিয়ে তারা ফের চেনা রুটিনের জীবনে চলে আসে। এদের সহজে চেনা দায়!

জানা গিয়েছে দক্ষিণ কাশ্মীরের, পুঞ্চের বাসকুচান এলাকায় সেনা এক তাবড় অভিযান চালায়। সেই সূত্রেই এই ধরপাকড়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলে এই অপারেশন চালানো হয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে,’ এলাকাটি কার্যকরভাবে ঘেরাও করা হয়েছিল এবং কাছাকাছি একটি বাগানে সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছিল। বাহিনীর দ্রুত এবং কৌশলগত পদক্ষেপের ফলে দুই লস্কর-ই-তৈয়বার হাইব্রিড সন্ত্রাসী সফলভাবে আত্মসমর্পণ করে, যার ফলে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *