দেখবি ওই পা পচে যাবে,লাথি মারছিস তো..!
অল্প দিনে বেশ জনপ্রিয় রাজু দার পকেট পরোটা।ফুড ব্লগারদের দৌলতে রমরমিয়ে ব্যবসা করছেন রাজুদা।তবে রাজুদা আজকাল ধরাকে সরা জ্ঞান করছেন না।রাজু দার আবভাব দেখলে তা স্পষ্ট। কারণ সোশ্যাল মিডিয়াতে বহু ভিডিও দেখা যায় যেখানে রাজু দার কিছু কিছু ব্যবহার অত্যন্তই খারাপের মধ্যে পড়ে।তবে এবার যা কাণ্ড ঘটালেন তা দেখে রাজু দার উপর রেগে গেল নেটিজেনরা।রাজু দা বর্তমানে শিয়ালদহ সাবওয়ের সামনে দাঁড়ান পরোটা নিয়ে।একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাজু দা যেখানে দাঁড়ান তার থেকে বেশ কিছুটা দূরে ছোট ছোট সারমেয়ের বাচ্চা ঘুমোচ্ছিল,আর তাদের বিনাকারণে লাথি মেরে সরাচ্ছে জনপ্রিয় রাজু দা।আর এতেই চটে যান নেটিজেনরা।

ফেসবুকে এক নেটিজেন পোস্ট করে লেখেন, ‘এই সেই বিখ্যাত, পরোটা রাজু। বাচ্চাগুলো নিজের মত ঘুমাচ্ছিল, দোকান থেকে অনেক দূরে। তাও ওকে গিয়ে লাথি মারছে। যে পা দিয়ে লাথি মারছিস, সেই পা দেখবি পচে যাবে।’ কমেন্টে বহু নেটিজেনও নিন্দা করেন রাজুদার।ভিডিওটি ভাইরাল হতেই বুধবার এক ব্যক্তি গিয়ে রাজুদাকে এই নিয়ে প্রশ্ন করেন। যার জেরে রীতিমতো ক্ষমা চাইতে বাধ্য হন রাজুদা।রীতিমতো হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় রাজুদাকে। একাধিক বার ক্ষমা চান তিনি। যে ব্যক্তি এই নিয়ে রাজুদাকে প্রশ্ন করেন, তিনি বলেন ‘তুমি এখানে ৪ ঘণ্টার জন্য আসো। ওরা এখানে সারাদিন থাকে। তাহলে তুমি কিন্তু ওদের এলাকায় এলে। সেটা মনে রাখতে হবে তোমাকে।’ রাজুদার এই ব্যবহারের প্রতিবাদ করায় নেটাগরিকরা অনেকেই খুশি।