দেবের একপাশে শুভশ্রী! অন্য দিকে রুক্মিণী

Spread the love

একসময় চুটিয়ে প্রেম করেছেন দেব-শুভশ্রী। যদিও প্রকাশ্যে সেভাবে প্রেম নিয়ে কথা বলেননি। তবে ভালোবাসা চেপেও রাখেননি। বলা চলে, তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। নিন্দুকদের অনেকেই বলে, দেব আর রুক্মিণীর ঘনিষ্ঠতাই নাকি দূরে করেছিল শুভশ্রীকে। এমনকী, শোনা যায় ধূমকেতুর শ্যুটিংয়েও নাকি এসেছিলেন রুক্মিণী। দেব-শুভশ্রীর বিয়ের যে দৃশ্যটা, তার শ্যুটও নাকি দেখেছেন বসে বসে।

সম্প্রতি রুক্মিণীকে জিজ্ঞাসা করা হয়েছিল ধূমকেতু মুক্তি পেতে চলা নিয়ে। তাতে দেবের-নায়িকা বেশ উৎসাহ নিয়েই জবাব দেন, তিনিও নাকি ‘ধূমকেতু’র মুক্তির জন্য অপেক্ষা করে আছেন। তবে আদৌ কি তিনি হলে গিয়ে দেখবেন দেব-শুভশ্রীর ‘প্রেম’? তা তো স্পষ্ট হয়ে যাবে ১৪ অগস্টেই।

মাঝে বিনোদিনী-বিতর্কে ভালোই লেগেছিল তু তু ম্যায় ম্যায়। এমনকী, দেব তো বলেই দেন, তাঁর চোখে একজনই বিনোদিনী (রুক্মিণী অবশ্যই)। আদৌ কি শুভশ্রী ভুলেছেন সেইসব? প্রচারে কি দুজন স্টেজ শেয়ার করবেন? শেষ একটি বাংলা চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেবের হাত থেকে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের জন্য পুরস্কার নেন শুভশ্রী। সেই সময়, তাঁদের জড়তা কারও নজর এড়ায়নি। এমনকী, চোখে চোখও রাখেননি তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *