দেশবিরোধী মন্তব্য করে ধৃত যুবকের হয়ে সওয়াল করলেন না কোনও আইনজীবী

Spread the love

সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করায় এক যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। ধৃত সফিক খানকে আদালতে পেশ করা হলে ২৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। দেশবিরোধী মন্তব্য করায় এদিন আদালতে অভিযুক্তের পক্ষে সওয়াল করেননি কোনও আইনজীবী।

জানা গিয়েছে, সফিক খান নামে ওই যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করেন। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে তৎপর হয় তারা। উপরবাঁধা গ্রাম থেকে সফিককে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতকে রবিবার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে কোনও আইনজীবী তার পক্ষে সওয়াল করেননি। এর পর বিচারক অভিযুক্তকে ২৩ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়ে দেন।

খাতড়া বারের সদস্য অসীম গোপ বলেন, ‘কোনও ব্যক্তি দেশ বা সেনাবাহিনীকে নিয়ে কুমন্তব্য করলে বা অপপ্রচার করলে তার হয়ে খাতড়া মহকুমা আদালতের আইনজীবীরা সওয়াল করবেন না। দেশের জওয়ানরা যখন অসীম বীরত্বের সঙ্গে পাকিস্তানি হামলা প্রতিরোধ করছেন তখন এই ধরণের ব্যক্তিদের সমাজে জায়গা নেই। এদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ করা উচিত।’

বিজেপির জেলা সম্পাদক দীপক দাস বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রেখেছি। যেই দেশবিরোধী পোস্ট করবে বিজেপি তার নামে অভিযোগ জানাবে। পুলিশকে পদক্ষেপ করতে বাধ্য করবে। এটা জেনে যেন পাকিস্তান প্রেমীরা নিজেদের মুখ খোলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *