দেশের জন্য যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত লালু-পুত্র

Spread the love

‘দেশের জন্য জীবন দিলে নিজেকে ভাগ্যবান মনে করব আমি।’ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়ে দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব।পহেলগাঁও জঙ্গিহানার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইক চালিয়েছে ভারত। আর জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে ইসলামাবাদ। সেই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাতের তীব্রতা বাড়ছে।ফের উঠেছে যুদ্ধ যুদ্ধ রব। এই পরিস্থিতিতে দেশের স্বার্থে নরেন্দ্র মোদী(Narendra Modi) সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা।

‘অপারেশন সিঁদুর’-র পর তেজপ্রতাপ যাদবের পোস্ট

বিহারের হাসনপুর বিধানসভার আরজেডি বিধায়ক দাবি করেছেন, ভারতীয় বায়ুসেনার পাশে দাঁড়াতে তিনি।কারণ পাইলট হিসেবে প্রশিক্ষিত তিনি। প্রমাণস্বরূপ নিজের পাইলট হিসেবে প্রশিক্ষণের নথি এবং লাইসেন্সও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তেজপ্রতাপ যাদব। তাঁর দাবি, দেশের প্রয়োজনে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগ দিতে প্রস্তুত রয়েছেন তিনি। এক্স বার্তায় লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র বলেন, ‘পাইলট হিসেবে প্রশিক্ষণ যদি দেশের কাজে লাগে, তাহলে আমি, তেজপ্রতাপ যাদব দেশের সেবা করতে সবসময় তৈরি।’ তেজপ্রতাপ আরও লিখেছেন, ‘সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছি এবং দেশের জন্য যদি আমায় জীবনও দিতে হয়, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। জয় হিন্দ…’

উল্লেখ্য, বিহারের হাসনপুর বিধানসভার আরজেডি বিধায়ক তেজপ্রতাপ। রাজ্যে জেডিইউ এবং আরজেডির মহাগঠবন্ধন সরকারের সময় পরিবেশমন্ত্রীও ছিলেন তিনি। তার আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদও সামলেছেন।

অন্যদিকে, ভারতের প্রত্যাঘাতের পরই উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফলে যে কোনও মুহূর্তে দু দেশের সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের পদক্ষেপ ছিল মাপা, নির্দিষ্ট এবং কোনওভাবেই উস্কানিমূলক নয়। পাকিস্তানের সেনাবাহিনীর কোনও ব্যবস্থাকেই নিশানা করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন এবং হামলা কার্যকর করার ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’ রাজনাথ সিংয়ের মন্ত্রক জানিয়েছে, ‘পহেলগাঁওয়ে ২৫ জন ভারতীয় এবং নেপালের একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডের পাল্টা হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের এর মাশুল দিতে হবে, সেই প্রতিশ্রুতিই পূরণ করা হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *