দেশে ফিরতে গিয়ে গ্রেফতার ৩ বাংলাদেশি

Spread the love

কয়েক মাস আগে অনুপ্রবেশ করেছিল ভারতে। বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জলে গ্রেফতার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার রাতে নদিয়ার ধানতলা থানার পুলিশ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রুপা বেগম, আলম ও মনিরা বেগম। এদের মধ্যে রূপা বেগম বাংলাদেশের খুলনা জেলার। মোহাম্মদ আলম ঝিনাইদহ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই তিন বাংলাদেশি কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে কাজের জন্য চলে চলে যায় বিভিন্ন রাজ্যে। গতকাল রাতে তারা ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় ধানতলা থানার পুলিশের বিশেষ টিম এই তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। রবিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে। অন্যদিকে আরও বাংলাদেশি অনুপ্রবেশকারী গোপন ভাবে লুকিয়ে আছে কিনা তার তদন্তে পুলিশ।

বলে রাখি, গত কয়েকদিনে নদিয়াসহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর পর বাংলাদেশির গ্রেফতারির ঘটনা ঘটেছে। এমনকী মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা এক বাংলাদেশিকে বিএসএফ কুচবিহারের কুচলিবাড়ি সীমান্তে আটক করার পর জানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইমাম ভাতা পায় সে। বিজেপির দাবি, তৃণমূলের মদতে রাজ্যে বাংলাদেশিদের আবাদ চলছে। সীমান্ত পার করলেই বাংলাদেশিদের হাতে আধার, ভোটার কার্ড তুলে দিচ্ছেন তৃণমূল নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *