দ্বাদশের বইয়ের প্রচ্ছদে বন্দুকধারীদের ছবি

Spread the love

সম্প্রতি জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। সেই হামলার পরেই গর্জে উঠেছেন দেশবাসী। আন্তর্জাতিক মহলেও উঠেছে সমালোচনার ঝড়। জঙ্গি হামলার পরেই সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। ভারত। অন্যদিকে, জঙ্গি হানার পরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করতে দিয়েছে। তারইমধ্যে সেই আবহে একটি বেসরকারি প্রকাশনী সংস্থার উচ্চমাধ্যমিকের সহায়িকা বইয়ের প্রচ্ছদ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের ওই সহায়িকা বইয়ের প্রচ্ছদে রয়েছে সন্ত্রাসবাদদের মতো দেখতে দুজনের ছবি। তাদের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র। সেখানে এক সেনা কর্মীর ছবিও রয়েছে। তিনিও আগ্নেয়াস্ত্র তাক করে রয়েছেন। এমন অবস্থায় এই প্রচ্ছদ ঘিরে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। তাঁরা অবিলম্বে প্রচ্ছদে এমন ছবি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এবিষয়ে কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, ভারতের ঐতিহ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু, এই ধরনের ছবি সেই ঐতিহ্যের পরিপন্থী। এই ধরনের ছবি পড়ুয়াদের মনে ঘৃণা তৈরি করতে পারে। তাঁরা অবিলম্বে সেই ছবি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিক্ষক সংগঠনের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রচ্ছদ মোটেও কাম্য নয়। এতে হিংসার আবহ তৈরি হতে পারে। এছাড়াও, এই ধরনের ছবি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংবিধানের সহাবস্থান নীতির পরিপন্থী। বই শুধু পড়ুয়াদের জ্ঞানই বৃদ্ধি করে না। মানসিক ও যুক্তিবোধের বিকাশ ঘটায়। ফলে এই ধরনের ছবি তাঁদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে।

ইতিমধ্যেই বাজারে চলে এসেছে বইটি। অনেকে আবার কিনেও ফেলেছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে এনিয়ে অভিযোগ পেয়েছে সংস্থাটি। এই অবস্থায় প্রচ্ছদ পরিবর্তনে তৎপর হয়েছে সংস্থাটি। এবিষয়ে সংস্থার কর্ণধার জানিয়েছেন, নতুন বইয়ে প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। সেগুলি ছাপানোর কাজ চলছে। দ্রুতই সেগুলি বাজারে চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *