ধনশ্রীকে ৪.৭৫ কোটি খোরপোশ! এবার মাসে ৩ লাখ খরচ করে নতুন বাড়ি নিল চাহাল

Spread the love

বিগত কয়েকমাস ধরে খবরে রয়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। আর মোটেই তা খেলা নিয়ে নয়, বরং বারবার শিরোনামে এসেছেন ব্যক্তিগত কারণে। কখনো ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্স, তো কখনো আবার আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণে।

আপাতত একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, যুজবেন্দ্র সিং চাহাল প্রতি মাসে ৩ লক্ষ টাকা ভাড়ায় মুম্বইয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নিয়েছেন। ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই লিজের মেয়াদ দুই বছর এবং এর মধ্যে ১০ লক্ষ টাকার জামানত রয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে, কোরিওগ্রাফার এবং কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী এবং যুজবেন্দ্র আনফলো করেন ইনস্টাগ্রামে একে-অপরকে। এমনকী, পোস্ট করা ফোটো-ভিডিয়োও সরিয়ে ফেলেন। দুজনের প্রেম হয়েছিল ২০১৯-এর করোনাকালে, যখন নাচ শিখতে ধনশ্রীর কাছে যান চাহাল। এরপর ২০২০ সালের ডিসেম্বরে গুরুগ্রামে একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন।

এরপর গত মার্চে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় যে, এই দম্পতি তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেছেন। শুধু তাই নয়, জানা যায় ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রী, পেশায় ডাক্তার-নৃত্যশিল্পীকে ৪.৭৫ কোটি খোরপোশও দিতে হয়েছে। তারপর থেকে অনেকেই, বিশেষ করে চাহাল-প্রেমীরা ধনশ্রীকে দিয়ে ফেলে ‘গোল্ড ডিগার’ আখ্যা।

এরপর অবশ্য, চাহালকে ইতিউতি দেখা যেতে শুরু করে আরজে মাহভাশের সঙ্গে। এমনকী, আইপিএল চলাকালীন চাহালের টিম পঞ্জাবের সঙ্গে এক শহর থেকে অন্য শহরে উড়ে যাচ্ছেন মাহভাশও। যদিও, সম্পর্ক নিয়ে প্রশ্ন আসলেই জবাব আসছে, ‘বন্ধু’! সত্যিই কি তাই?

চাহালের এই নতুন বাড়ি ভাড়া নেওয়ার খবর জানতে পেরেই, নেটপাড়ার মনে প্রশ্ন জেগেছে, ‘নেপথ্যে কি মাহভাশ’! আজকাল হামেশাই সোশ্যালে একে-অপরের সঙ্গে পোস্ট, স্টোরি দিচ্ছেন। তাহলে কি এবার সম্পর্কে সিলমোহর মেরে, একসঙ্গে থাকার পালা? উত্তর অবশ্য আছে ভবিষ্যতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *