ধরে আছে বাবার হাত!একরত্তি ছেলের ছবি দিলেন পরমব্রত

Spread the love

১৫ জুন পিতৃ-দিবস। আর বাবা হওয়ার পর, এটাই প্রথম ফাদার্স ডে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেও আজকের দিনটার গুরুত্ব তাই একদম আলাদা। তবে এই বিশেষ দিনে, নিজের বাবাকে বড্ড মিস করছেন তিনি। যা ধরা পড়ল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও।

দুটি ছবি শেয়ার করে নিয়েছেন পরমব্রত। একটিতে বাবার পাশে ছোট্ট বয়সের পরমব্রত। আরেকটি ছবিতে বিছানায় তাঁর ১৫ দিনের পুত্র সন্তান। বাবার একটা আঙুল নিজের মুঠোয় ধরে আছে সে।

আর এই দুটি ছবির সঙ্গে অভিনেতা-পরিচালক লিখেছেন, ‘একটা কথা প্রায়ই শোনা যায়, ‘মা হওয়া কী মুখের কথা!’ হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মাকে, তা বর্ণনাতীত৷ কিন্তু পিতৃত্বকে বটগাছ বই অন্যকিছুর সঙ্গে তেমন একটা তুলনায় আনা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কীভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে, তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি৷ বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল! পৃথিবীর সকল বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা’

২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বহু বছর আগেই মা-বাবাকে হারিয়েছেন অভিনেতা। পিয়ার সঙ্গেই নতুন করে পেতেছেন সংসার। এরপর ২০২৫ সালের ভ্যালেন্টাইন্স ডে-র পরের দিন, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি জানান প্রেগন্যান্সির খবর। আর পরম-পুত্রের জন্ম হয় ১ জুন তারিখে। এখনও ছেলের মুখ বা নাম কিছুই সামনে আনেননি দম্পতি।

কদিন আগে পরমব্রতকে বলতে শোনা গিয়েছে, সন্তানের বড় হওয়ার এই সময়টা একটু শারীরভাবে কষ্টের তাঁর ও পিয়ার কাছে। তবে সেটাও চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। নির্ঘুম রাত হোক বা সদ্যোজাতকে আগলে রাখা, সঙ্গে আবার দুই পোষ্য নীনা ও বাঘা, সব মিলিয়ে একেবারে ভরা সংসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *