ধর্নারত ডাক্তারদের স্যান্ডউইচ বানিয়ে খাওয়ালেন লালবাজার চত্বরের চা বিক্রেতা

Spread the love

৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে কর্মরত মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে যেন। আঁচ লেগেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও। কিন্তু বাংলায় এতটুকু ঝিমিয়ে পড়ছে না আন্দোলনের আঁচ। সকলেই মুখরিত একটাই দাবিতে, দোষীদের শাস্তি চাই। নির্যাতিতাকে ন্যায্য বিচার দিতে হবে, নারী নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। আর এই প্রতিবাদ, প্রতিরোধে সকলেই যে যাঁর মতো করে অংশ নিচ্ছেন। বাদ গেলেন না লালবাজার চত্বরের এই চা বিক্রেতাও। তিনি তাঁর কাজ দিয়ে মন জয় করে নিয়েছেন সবার।

কী ঘটেছে?

লালবাজার চত্বরে চায়ের দোকান তাঁর। এদিন লালবাজারের সামনে যে চিকিৎসক এবং সাধারণ মানুষরা ধর্না দিচ্ছিলেন সিপির পদত্যাগের দাবিতে তাঁরা যাতে অভুক্ত না থাকে তার জন্য নিজের হাতে স্যান্ডউইচ বানিয়ে আনলেন দেবু দা। তাঁর এই মানবিক কাজ দেখে মুগ্ধ নেটপাড়া। নিমেষে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি।

এক ব্যক্তি দেবু দার ছবি পোস্ট করে লেখেন, ‘দেবু দাকে ধন্যবাদ জানাই সবাই, ওঁর একটা চায়ের দোকান আছে ছোট। উনি এই প্রতিবাদে যারা সামিল হয়েছেন তাঁদের সবাইকে স্যান্ডউইচ খাইয়েছেন।

অনেকেই মন্তব্য করেছেন এই পোস্টে। অনেকে আবার শেয়ার করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘এবার ওদিকে গেলে ওঁর দোকানে চা খাবই।’ আরেকজন লেখেন, ‘সম্মান জানাই এমন ব্যক্তিকে, সপরিবারে উনি ভালো থাকুন, ওঁর পরিবার নিশ্চয় ওঁর প্রতি গর্বিত। সাফল্য বলতে আমরা সরকারি চাকরি ছাড়া কিছুই বুঝি না তাই না? এটা হচ্ছে তাদের গালে সপাটে চড় যারা এমন চাকরি করে যেখানে শিরদাঁড়া বেচে দিতে হয়।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘তোমার জন্য এত সুন্দর একটা ছবি দেখলাম। অদ্ভুত এক শক্তি পাচ্ছি যেন। আমরা সবাই মিলেমিশে একাকার। যিনি এ খাবার নিয়ে এসেছেন তাকে স্যালুট জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *